গত মৌসুম শেষে লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চাওয়ায় রীতিমতো প্রলয় ঘটে যায় স্প্যানিশ ফুটবলে। ডিসেম্বরে এক সাক্ষাৎকারে মহাতারকা জানান আপাতত দল ছাড়ছেন না তিনি। অন্তত এই মৌসুমটাতে বার্সার জার্সি গায়ে লড়াই চালিয়ে যেতে চান।এমন ঘোষণার পরও গুঞ্জনের শেষ নেই। মেসিকে দলে টানতে সবচেয়ে আগ্রহী দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেইন্ট জার্মেসি (পিএসজি) নানা রকম পরিকল্পনা আঁটছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে নিজেদের ক্লাবে সই করাতে।পিএসজির মিডফিল্ডার ও মেসির জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়া গত সপ্তাহে এক সাক্ষাৎকারে জানান, মৌসুম শেষে মেসির প্যারিসে আসার সম্ভাবনা বেশি।এর কয়েক দিন পরই ক্রীড়াবিষয়ক টিভি চ্যানেল ইএসপিএন এক প্রতিবেদনে জানায় মেসিকে দলে টানতে এপ্রিলের মধ্যে সবকিছু গুছিয়ে ফেলবে ম্যান সিটি। পুরোনো শিষ্য মেসিকে ক্লাবে চাই সিটি ম্যানেজার পেপ গার্দিওলার। যে কারণে পিএসজির আগেই তারা প্রস্তাব পাঠাবে আর্জেন্টাইন সুপারস্টারকে।সিটির এক কর্মকর্তা ইএসপিএনকে জানিয়েছেন, পিএসজির ওপর কিছুটা বিরক্ত মেসি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘পিএসজি যে কৌশল ব্যবহার করছে, তাতে গলদ আছে। লিও এত আলোচনা ও যেসব মন্তব্য করা হয়েছে, এগুলো পছন্দ করে না।’গত বছর সিটিও পিএসজির মতো বেশ জোরেশোরে মেসিকে দলে টানার ঘোষণা দেয়। যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তাই এবার তারা সতর্ক। মিডিয়ায় অনেক বেশি আলোচনা বা শোরগোল করে মেসিকে বিরক্ত করতে চায় না ব্রিটিশ ক্লাবটি।বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে এই বছরের জুনে। সিটি চায় নীরবে প্রস্তাব ও কাগজপত্র প্রস্তুত করে তার আগেই মেসির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করতে।
মেসির জন্য সিটির নতুন কৌশল
গত বছর সিটিও পিএসজির মতো বেশ জোরেশোরে মেসিকে দলে টানার ঘোষণা দেয়। যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তাই এবার তারা সতর্ক। মিডিয়ায় অনেক বেশি আলোচনা বা শোরগোল করে মেসিকে বিরক্ত করতে চায় না ব্রিটিশ ক্লাবটি।
-
ট্যাগ:
- মেসি
এ বিভাগের আরো খবর/p>