বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাব্বির গোলে হার এড়াল চট্টগ্রাম আবাহনী

  •    
  • ৮ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৪৪

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার বারিধারার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারার সঙ্গে যেন হারতে হারতে বেঁচে গেল চট্টগ্রাম আবাহনী। ম্যাচের শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে মারুফুল হকের শিষ্যরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার বারিধারার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী।

এ মৌসুমেই শুরু থেকেই যেন ধুঁকছে চট্টগ্রাম আবাহনী।

শেখ জামালের কাছে হেরে আসর শুরু করে পরের দুই ম্যাচে জয় পায় বন্দরনগরীর দলটি। এরপরেই যেন নিজেদের ছাঁয়া হয়ে ওঠে তারা। সবশেষ চার ম্যাচে জয়হীন কাটাচ্ছে আবাহনী।

অন্যদিকে প্রথম পাঁচ ম্যাচে কোনো জয়ের দেখা না পাওয়া উত্তর বারিধারার সামনে জয়ের দারুণ সুযোগ ছিল আবাহনীর সঙ্গে ম্যাচে ম্যাচে। শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারলে লিগে প্রথম জয় পেতে পারত তারা।

অবশ্য ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোলের দেখা পায় চট্টগ্রাম আবাহনী। মোনায়েম রাজুর ক্রস থেকে বল জালে জড়িয়ে আবাহনীকে লিড এনে দেন গুয়েলহার্মে নিক্সন।

বিরতির পর খেলার দৃশ্যপটটাই যেন পরিবর্তন করে দেয় উত্তর বারিধারা।

ম্যাচের ৫৪ মিনিটে আরিফ হোসেনের পাস থেকে দলকে সমতায় ফেরান অধিনায়ক সুমন রেজা। তার ২০ মিনিট পর প্রতিপক্ষকে চমকে দিয়ে ম্যাচে লিড নিয়ে ফেলে বারিধারা।

এবার নিজেই গোল করে ব্যবধান ২-১ করে ফেলেন বারিধারার মিডফিল্ডার আরিফ।

এই ব্যবধান নিয়ে জয় পেতে পেতে যেন পাওয়া হয়নি তাদের। পিছিয়ে পড়ে লাগাতার আক্রমণে একেবারে ম্যাচের অন্তিম মুহূর্তে গোল আদায় করে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের অতিরিক্ত সময়ে কাওসার আলী রাব্বির গোলে হার এড়ায় আকাশী-হলুদরা।

হারতে হারতে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। এ ড্রয়ে টানা চার ম্যাচে জয়হীন থাকল মারুফুল হকের শিষ্যরা। সঙ্গে ছয় ম্যাচে তৃতীয় ড্র তুলে নেয় বারিধারা।

ফলে তিন পয়েন্ট নিয়ে দশে উঠল বারিধারা। আর এক ম্যাচ বেশি খেলে আট পয়েন্ট নিয়ে ছয়ে আছে চট্টগ্রাম আবাহনী।

এ বিভাগের আরো খবর