গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে ক্রীড়াঙ্গনের প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন নিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। টিকা নেয়ার পর সুস্থ বোধ করছেন ফেডারেশনের চতুর্থবারের সভাপতি।
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে সোমবার এই টিকা নেন তিনি। এ দিন তার সহধর্মিণী ইমা সালাউদ্দিনও টিকা নেন।
প্রথম ধাপে টিকা গ্রহণ শেষে গণমাধ্যমকে কাজী সালাউদ্দিন বলেন, ‘যখনই শুনেছি ভ্যাকসিন অ্যাভেইলেবল বাংলাদেশে, তখনই চিন্তা করেছি নেব। ভ্যাকসিন তো আর একদিনে আসেনি। এটা পুরো বিশ্বে একটা গবেষণার ফল। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। লক্ষ লক্ষ লোক নিচ্ছে।
‘যতটুকু টিকা এসেছে দেশে, আমি মনে করি ১০ দিনে সব শেষ হয়ে যাবে। সবাই চায় নিজেকে রক্ষা করতে।’
ভ্যাকসিন প্রক্রিয়াকে আরও সহজ করার আহ্বান জানিয়ে সভাপতি বলেন, ‘সমস্যা হলো, সিস্টেমটা এমন যার ইচ্ছা সে দিতে পারছে না। এটা সহজলভ্য করে দেওয়া হোক হাসপাতালে। যার ইচ্ছা সে সুবিধা নেবে।’
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কর্তৃপক্ষকে অনুরোধ করব পুরো প্রক্রিয়াকে সহজ করে ভ্যাকসিন নিশ্চিত করার জন্য।
টিকাদানের অগ্রাধিকারের তালিকায় থাকছেন দেশের ফুটবলাররা। বিশেষ করে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের প্রাধান্য দেয়ার আশ্বাস দিয়েছেন সালাউদ্দিন।