বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫০০ গোল করেও নিশ্চিত নন ইব্রাহিমোভিচ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:২৬

জোড়া গোল করে ক্লাব ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ইব্রাহিমোভিচ। নতুন সহস্রাব্দে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালডোর পর তৃতীয় ফুটবলার হিসেবে এই কৃতিত্ব দেখালেন ইব্রা।

ইতালিয়ান সেরি আয় এসি মিলানের জয়ে দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন স্লাতান ইব্রাহিমোভিচ। এই সুইডিশ তারকার জোড়া গোলে ক্রোতোনকে ৪-০ গোলে উড়িয়ে লিগে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে মিলান।জোড়া গোল করে ক্লাব ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ইব্রাহিমোভিচ। নতুন সহস্রাব্দে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালডোর পর তৃতীয় ফুটবলার হিসেবে এই কৃতিত্ব দেখালেন ইব্রা।দীর্ঘদেহী এই সুইডের পেশাদার ক্যারিয়ার শুরু নিজ দেশে। ১৯৯৯ সালে সুইডেনের ক্লাব মালমোতে নাম লেখান তিনি। এরপর খেলেছেন আয়াক্স আমস্টার্ডাম, ইউভেন্তাস, ইন্টার মিলান, বার্সেলোনা, মিলান ও পিএসজির মতো ক্লাবে।দীর্ঘ ক্যারিয়ারে পিএসজির হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন ৩৯ বছর বয়সী ইব্রা। প্যারিসের দলটির হয়ে ১৮০ ম্যাচে ১৫৬ গোল করেন তিনি।এরপরই মিলানের হয়ে তার গোল সংখ্যা। ক্যারিয়ারের দুই দফায় মিলানের জার্সি চড়িয়েছেন তিনি। গোল করেন ৮৩টি।মিলানের নগর প্রতিদ্বন্দ্বি ইন্টারের হয়ে ৬৬ গোল ইব্রার।এছাড়া মালমোর হয়ে ১৮, এলএ গ্যালাক্সির হয়ে ৫৩, আয়াক্সের হয়ে ৪৮, ইউভেন্তাসের হয়ে ২৬, বার্সেলোনার হয়ে ২২ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৯ গোল করেছেন তিনি।এতো গোল ও এতোগুলো মৌসুম শেষেও সমান তালে তরুণদের সঙ্গে লড়ে যাচ্ছেন তিনি। মিলানের হয়ে নতুন মৌসুমে তার গোল এখন পর্যন্ত ১৫টি।মিলানের কোচ স্তেফানো পিওলি তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন পরের মৌসুমে ইব্রা কী করবেন সেটা তিনি জানেন না। সেরি আয় গুঞ্জন মৌসুম শেষে অবসরে যেতে পারেন তিনি। পিওলির মতে ইব্রা আরও এক মৌসুম খেলে যেতে পারবেন।‘সে নিজেকে উদ্বুদ্ধ করতে পারে। রিকভারি থেকে শুরু করে খাওয়া-দাওয়া সবকিছুতেই খুব ভালো ভাবে সে শরীরের খেয়াল রাখে। সে কিছুটা ক্লান্ত। কিন্তু এই পর্যায়ে এতোদিন খেলাটা নিজের প্রতি খেয়াল না রেখে সম্ভব না।’ইব্রার নৈপূণ্যে মিলান ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। দুইয়ে আছে ইন্টার সমান ম্যাচে তাদের সংগ্রহে ৪৭ পয়েন্ট।

এ বিভাগের আরো খবর