বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেষ মুহূর্তের গোলে বেতিসকে হারাল বার্সেলোনা

  •    
  • ৮ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১২

রিয়াল বেতিসকে ৩-২ গোলে হারিয়ে লিগ টেবিলের দুই নম্বরে উঠে এসেছে কাতালান জায়ান্টরা। লিগে এটি টানা পঞ্চম জয় তাদের।

লা লিগার ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে বার্সেলোনা। রিয়াল বেতিসকে ৩-২ গোলে হারিয়ে লিগ টেবিলের দুই নম্বরে উঠে এসেছে কাতালান জায়ান্টরা। লিগে এটি টানা পঞ্চম জয় তাদের।বেতিসের মাঠে দলের মূল তারকা লিওনেল মেসিকে একাদশে রাখেননি বার্সা কোচ রোনাল্ড কুমান। বেঞ্চে থেকেই প্রথমার্ধে সতীর্থদের খেলা দেখেন আর্জেন্টাইন অধিনায়ক।মেসিকে ছাড়া প্রথমার্ধে একেবারেই ছন্নছাড়া ছিল বার্সেলোনা। আক্রমণে সুযোগ সৃষ্টি করলেও কাজে লাগাতে পারেনি একটিও।উলটো ঘরের মাঠে উজ্জীবিত বেতিস এগিয়ে যায় ৩৮ মিনিটে। কাউন্টার অ্যাটাকে উঠে নেবিল ফেকির বল বাড়ান এমারসনকে। তার অ্যাসিস্ট থেকে চমৎকার ফিনিশিংয়ে বেতিসকে লিড এনে দেন বোরহা ইগলেসিয়াস।১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেতিস। দ্বিতীয়ার্ধের শুরুতেও সুবিধা করতে পারছিল না বার্সেলোনা। উপায়ান্তর না দেখে ৫৭ মিনিটে মেসিকে নামান কুমান। ম্যাচের চেহারা পালটায় তারপরই।মাঠে নামার মিনিট দুয়েকের মধ্যেই সমতা ফেরান মেসি। উসমান ডেম্বেলের পাস থেকে বাঁ-পায়ের শটে বেতিস গোলকিপারকে পরাস্ত করেছেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।মেসির গোলে বার্সা ফিরে পায় নিজেদের আত্মবিশ্বাস। আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সফরকারী দল। দ্বিতীয় গোলও আসে দ্রুত।মেসির বাড়ানো বলে বাঁ-প্রান্ত থেকে বক্সে ক্রস ছাড়েন হোর্দি আলবা। গোলের একেবারে কাছে থাকা আঁতোয়া গ্রিজমানের শট লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলেও বেতিস ডিফেন্ডার ভিক্টর রুইসের গায়ে লেগে বল জালে জড়ায়। আত্মঘাতী গোলে লিড নেয় বার্সা।রুইস নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন ৭৫ মিনিটে। ফেকিরের ক্রসে হেড করে স্কোরলাইন ২-২ বানিয়ে দেন এই ডিফেন্ডার।ম্যাচের অন্তিম সময়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। বেতিসের আক্রমণ থেকে বার্সাকে সুরক্ষিত রাখেন গোলকিপার টের স্টেগেন। অন্য প্রান্তে বার্সা খুঁজে পায় জয়সূচক গোল।৮৬ মিনিটে বদলি হিসেবে নামা ফ্রান্সেসকো ত্রিনকিয়াও বক্সের বাইরে থেকে জোরালো শটে নিশ্চিত করেন দলের তিন পয়েন্ট। বার্সেলোনার জার্সিতে এটি তার প্রথম গোল।এই জয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। তিনে থাকা রিয়ালের পয়েন্টও ৪৩। তারা পিছিয়ে গোল ব্যবধানে। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সংগ্রহে ৫০ পয়েন্ট। তারা খেলেছে ১৯ পয়েন্ট।

এ বিভাগের আরো খবর