করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের হেভিওয়েট শেখ রাসেলের অভিজ্ঞ কোচ সাইফুল বারী টিটু ও দলের টপ স্কোরার ব্রাজিলিয়ান জিয়ানকার্লো লোপেজ রদ্রিগেজ।
ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু। এক সঙ্গে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও কোচকে হারিয়ে বিপর্যয়ে পড়েছে লিগের শিরোপা প্রত্যাশীরা।
করোনার বিষয়টি শনিবার বিকেলে নিশ্চিত করেন ক্লাবের স্পোর্টস ডিরেক্টর সালেহ জামান সেলিম।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘গত চার তারিখ পরীক্ষা করা হয়েছে। কোচ সাইফুল বারী টিটু করোনায় আক্রান্ত হয়েছেন। দলের সর্বোচ্চ গোলদাতা লোপেজ রদ্রিগেজ পজিটিভ হয়েছেন। সঙ্গে ডিফেন্ডার বাবলু ইনজুরিতে পড়েছে। এটার প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সে।’
কোচ টিটু ও গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ছাড়াই শুক্রবার মাঠে নামতে হয় শেখ রাসেলকে। ৪-২ গোলে হেরে লিগের প্রথম হারের তেতো স্বাদ পায় তারা। এর আগের পাঁচ ম্যাচের চারটিতে জয় ও একটি ড্রয়ে অপরাজিত ছিল টিটু বাহিনী।
করোনা নেগেটিভ না হওয়া পর্যন্ত টিটুর অনুপস্থিতিতে সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার দল সামলাচ্ছেন। আপাতত ক্লাবের ক্যাম্পে আইসোলেশনে আছেন তিনি।
বিপর্যয়ের মধ্যেই লিগের ৯ ফেব্রুয়ারি পরবর্তী ম্যাচে আরামবাগের মুখোমুখি হচ্ছে শেখ রাসেল।