ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজ মাঠে দুবার এগিয়ে গিয়েও এভারটনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে রেড ডেভিলস।নিজ মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ জিততে পারলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠার সুযোগ ছিল ইউনাইটেডের সামনে। কিন্তু ডমিনিক কালভার্ট-লুইনের ৯৫ মিনিটের গোলে এভারটন সমতা ফেরালে স্বপ্নভঙ্গ হয় ওলে গানার শোলস্কায়ারের শিষ্যদের।সপ্তাহের মাঝামাঝিতে সাউদাম্পটনকে ৯-০ গোলে বিধ্বস্ত করার রেকর্ড ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়েই শনিবার রাতে মাঠে নামে ইউনাইটেড। এদিনসন কাভানির হেড ও ব্রুনো ফার্নান্দেসের দারুণ এক লবে বিরতির আগে ২-০ গোলের লিড নেয় স্বাগতিক দল।ইউনাইটেডের ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিকদের চেপে ধরে কার্লো আনচেলত্তির এভারটন।বিরতির পর প্রথম সাত মিনিটে দুই গোল করে এভারটন। আবদুলায়ে ডকোর ও হামেস রদ্রিগেসের স্ট্রাইকে সমতায় ফেরে অতিথিরা।৭০ মিনিটে আগে স্কট ম্যাকটমিনের গোলে আবারও এগিয়ে যায় ইউনাইটেড। তারপরও ম্যাচের নাটকীয়তা বাকি ছিল।ইনজুরি টাইমে কালভার্ট-লুইনের দুর্দান্ত এক ফ্রি-কিকে এভারটন ৩-৩ স্কোরলাইন ও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।ম্যাচ শেষে কিছুটা হতাশ ইউনাইটেড ম্যানেজার শোলস্কায়ার। শিরোপা জয়ের পথে চ্যালেঞ্জ এখন বেশি মনে হচ্ছে তার। ইউনাইটেড বস বলেন, ‘আমরা সঠিক পথেই আছি। কিন্তু সহজ গোল হজম করা থেকে বেরিয়ে আসতে হবে। শিরোপা জয়ের কথা এখনই বলছি না। সে পথে লম্বা সময় বাকি আছে।’
ছয় গোলের ম্যাচে ড্র ইউনাইটেডের
দুবার এগিয়ে গিয়েও এভারটনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে রেড ডেভিলস।
-
ট্যাগ:
- ইউনাইটেড
এ বিভাগের আরো খবর/p>