বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জয়রথেই ছুটছে শেখ জামাল, প্রথম হার শেখ রাসেলের

  •    
  • ৬ ফেব্রুয়ারি, ২০২১ ২০:১৯

ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের পাশাপাশি এবার লিগ টাইটেলের দৌড়ে নিঃসন্দেহে রাখতে হবে শেখ জামাল ও শেখ রাসেলকে। তাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার এই ম্যাচের দিকে বিশেষ নজর ছিল ফুটবল সমর্থকদের। ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো হাইভোল্টেজ ম্যাচটা ৪-২ গোলে নিজের করে নেয় শেখ জামাল।

চলতি প্রিমিয়ার লিগে যেন ‘অজেয়’ হয়ে উঠছে শেখ জামাল। লিগের আরেক হেভিওয়েট দল শেখ রাসেলকে হারিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে ধানমন্ডির জায়ান্টরা। আর এ ম্যাচের মধ্য দিয়ে লিগে প্রথম হার দেখল শেখ রাসেল।

দুই স্থানীয় কোচ শফিকুল ইসলাম মানিক ও সাইফুল বারী টিটুর অধীনে চলতি লিগে শুরু থেকেই ভালো পারফর্ম করে আসছে শেখ জামাল ও শেখ রাসেল।

ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের পাশাপাশি এবার লিগ টাইটেলের দৌড়ে নিঃসন্দেহে রাখতে হবে দুই দলকে। তাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার এই ম্যাচের দিকে বিশেষ নজর ছিল ফুটবল সমর্থকদের।

ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো হাইভোল্টেজ ম্যাচটা ৪-২ গোলে নিজের করে নেয় শেখ জামাল।

ম্যাচে সমানতালে লড়াই করে যাচ্ছিল দুই দল। হঠাৎ নিজেদের ভুলে পিছিয়ে পড়ে শেখ রাসেল। ডিফেন্ডার দিদারুল হকের ভুলে বল পেয়ে যান সুলায়মান সিল্লাহ। এই গাম্বিয়ানের নেয়া দূরপাল্লার শটটা রুখে দিতে পারতেন অভিজ্ঞ গোলকিপার আশরাফুল ইসলাম রানা। গ্লাভস ফসকে বল জালে জড়ালে লিড নেয় শেখ জামাল।

গোলকিপার ও রক্ষণের এমন ভুলের টার্নিং পয়েন্ট পেয়ে যান মানিকের শিষ্যরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরও একটি গোলে ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। এবার ভালিদজানোভের লম্বা থ্রু থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতর থেকে বুলেট শটে জাল কাঁপান পা ওমর জবে।

২-০ গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধেও যেন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তারা।

এবার ম্যাচের ৫৯ মিনিটে সুলায়মানের দূর পাল্লার শট রক্ষণে বাধা পেয়ে ফেরার সময় ভাসতে থাকা বলে দারুণ ভলিতে বল জালে জড়িয়ে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন ওমর জবে (৩-০)।

তার ১০ মিনিট পরে ব্যবধান কমায় শেখ রাসেল। বখতিয়ার দুশবেকভের পাস থেকে বল ঠিকানায় পৌঁছে দেন উগোচুকুর মনেকে। এতে ব্যবধান কমলেও ম্যাচটাকে নিজের করে ফেলতে সময় নেয়নি শেখ জামাল।

লিগে ছয় ম্যাচে প্রথম হারের স্বাদ পেল সাইফুল বারী টিটুর দল শেখ রাসেল

৭৪ মিনিটে ম্যাচটাই হাতের মুঠোয় নেয় তারা। পেনাল্টি গোলে ব্যবধান ৪-১ করে ফেলেন সলোমন কানফর্ম। এখান থেকে কামব্যাক করা কঠিন হয়ে পড়ছিল শেখ রাসেলের।

সর্বোচ্চ চেষ্টায় ৮২ মিনিটের মাথায় ম্যাচের ব্যবধান ৪-২ করে ফেলে টিটুর শিষ্যরা। এবার পেনাল্টিতে গোল করে ব্যবধান কমান বখতিয়ার।

এরপরে আর ফেরা হয়নি শেখ রাসেলের। লিগে প্রথম হার নিয়ে মাঠ ছেড়েছে অল ব্লুসরা। আর বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মানিকের শেখ জামাল।

এ জয়ে লিগের টানা পঞ্চম ম্যাচেই পূর্ণ পয়েন্ট পেল শেখ জামাল। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে তারা। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে বসুন্ধরা কিংস। আর ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে নেমে গেল শেখ রাসেল।

এ বিভাগের আরো খবর