লিগে এর আগের ম্যাচে হেভিওয়েট শেখ জামালের সঙ্গে দুই দুইবার এগিয়ে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়তে হয় সাইফ স্পোর্টিংকে। সেই ভুল পথ এবার মাড়ায়নি সাইফ। আরামবাগের সঙ্গে কাঙিক্ষত জয় নিয়ে মাঠ ছেড়েছে পল পুটের শিষ্যরা।
অন্যদিকে সুব্রত ভট্টাচার্যের বিদায়ের পর আরামবাগের দায়িত্ব নিয়ে কোচ হিসেবে প্রথম ম্যাচে হারের মুখ দেখেছেন ব্রাজিলিয়ান দগলাস সিলভা দস সান্তোস।
গাজীপুরের আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ রাউন্ডের ম্যাচে আরামবাগকে ৩-২ গোলে হারায় সাইফ। জোড়া গোল করেছেন সাইফের কেনেথ ইকেচুকু।
কাগজে-কলমে আরামবাগ থেকে ঢের এগিয়ে থাকা সাইফ ম্যাচে আধিপত্য রাখবে এটাই ছিল অনুমেয়। ম্যাচের ছয় মিনিটের মাথায় লিডও নেয় সাইফ। রহমত মিয়ার ক্রস থেকে বল জালে জড়ান কেনেথ ইকেচুকু।
দুই মিনিট পরেই সমতায় ফেরে দগলাসের শিষ্যরা। কাজী রাহাদ মিয়ার পাস থেকে বল ঠিকানায় পৌঁছে দেন ওমর ফারুক (১-১)।
দ্বিতীয়ার্ধে এসেই নিজেদের গোলবার আর অক্ষুণ্ন রাখতে পারেনি আরামবাগ। ৫৯ মিনিটে ইকেচুকুর গোলে আবারও লিড নেয় সাইফ (২-১)। বদলি হিসেবে নেমে ব্যবধান বাড়ান মোহাম্মদ সাজ্জাদ হোসেন (৩-১)।
এভাবেই ম্যাচ শেষ হতে পারত। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে ম্যাচে নাটকীয় মোড়ের প্রত্যাবর্তন ঘটায় আরামবাগ। পেনাল্টি থেকে ব্যবধান ৩-২ করে ফেলেন ক্রিস্টোফার চিজোবা।
তবে তা ম্যাচের হার এড়ানোর জন্য যথেষ্ট না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ। আর কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই হারের বাস্তবতা দেখলেন আরামবাগের কোচ দগলাস সান্তোস।
নিজেদের তৃতীয় জয়ে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে অবস্থান করছে সাইফ। আর টানা পাঁচ ম্যাচে হারের বৃত্তেই রইল আরামবাগ। টেবিলে তাদের অবস্থানটাও তলানিতে।