কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গ্রানাদার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে জেতার পর তিন দিনের বিরতি বার্সেলোনার ক্যাম্পে।৩-২ গোলের জেতার পর একদিনের ঐচ্ছিক ছুটিও দিয়েছেন ক্লাব কোচ রোনাল্ড কুমান। শুক্র ও শনিবার দলকে ফিরতে হবে অনুশীলনেসেই ছুটিতে ফুরফুরে মেজাজে দেখা গেল লিওনেল মেসিকে। কাঙ্ক্ষিত বিশ্রামের দিন নিজ সন্তান ও স্ত্রীর সঙ্গেই কাটান ছয়বারের ব্যলন ডর জয়ী তারকা।স্ত্রী আন্তোনেয়া রোকুসসোর পোস্ট করা এক ইন্সটাগ্র্যাম পোস্টে একেবারে ঘরোয়া বেশে দেখা গেল সর্বকালের সেরা ফুটবলারকে।রোকুসসোর তোলা সেলফিতে তিনি ও মেসি ছাড়াও আছেন তাদের তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরো।নতুন মৌসুমে কোন ক্লাবে যাচ্ছেন মেসি সেটা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছে স্প্যানিশ মিডিয়ায়।সম্প্রতি বার্সেলোনার সঙ্গে তার বিপুল অংকের পারিশ্রমিকের চুক্তিপত্র ফাঁস হওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয় আর্জেন্টাইন অধিনায়ককে।বরাবরের মতোই সমালোচনায় কান দেননি মেসি। মিডিয়াতে মুখও খোলেননি।বার্সেলোনার পরবর্তী ম্যাচ রোববার। রিয়াল বেতিসের বিপক্ষে ওইদিন লা লিগার ম্যাচে নামছে মেসির দল।তার আগে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে যেন নিজেকে চাঙ্গা করে নিলেন তিনি।
পরিবারের সঙ্গে হালকা মেজাজে মেসি
রোকুসসোর তোলা সেলফিতে মেসি ছাড়াও আছেন তাদের তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরো।
-
ট্যাগ:
- মেসি
এ বিভাগের আরো খবর/p>