বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘অধিকাংশ রেফারি মাদ্রিদকে সুবিধা দেন’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:২৯

এই মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ সমান কার্ড দেখেছে লিগে। দুই দলই দেখেছে ৩৬টি হলুদ কার্ড। মাদ্রিদ লাল কার্ড পেয়েছে একটি।

ফুটবল মাঠে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই এর তীব্রতা নতুন কিছু নয়। ‘এল ক্লাসিকো’ নামের বিখ্যাত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই ক্লাবের দ্বৈরথ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ক্লাব ফুটবল ম্যাচ। দুই দলের অসংখ্য ম্যাচ স্থান করে নিয়ে ফুটবল ইতিহাসে।শুধু মাঠেই নয় মাঠের বাইরেও বজায় থাকে দুই দলের ‘শত্রুতা’। স্পেনের রাজধানীর ক্লাবটিকে সুযোগ পেলেন খোঁচা দিতে পিছপা হননা কাতালুনিয়ার রাজ্যের সবচেয়ে বড় ক্লাবের সদস্যরা।বার্সেলোনার অন্যতম সেরা খেলোয়াড় ও আইকন জেরার্দ পিকে তেমনই এক মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদকে নিয়ে। ফুটবল বিষয়ক ইউটিউব চ্যানেল পোস্ট ইউনাইটেডকে এক সাক্ষাৎকারে পিকে বলেন রেফারিরা অধিকাংশ সময়ে রিয়ালকে সুবিধা দেন।‘সেদিন আমাকে এক রেফারি জানালেন যে প্রায় ৮৫ শতাংশ রেফারির মাদ্রিদ থেকে এসেছেন। তেমনটা হলে তারা কী ভাবে মাদ্রিদের পক্ষে বাঁশি না বাজিয়ে থাকবেন? অবচেতনভাবেও কীভাবে তারা একটি দলকে অন্য দলের চেয়ে সুবিধা বেশি না দিয়ে থাকবেন?’‘আমি রেফারিদের পেশাদারিত্বকে সম্মান করি। আমি জানা তারা তাদের সেরাটাই করার চেষ্টা করেন। কিন্তু সন্দেহের মুহূর্তগুলো যখন আসে...(কিছু করার থাকে না)’, যোগ করেন পিকে।এই মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ সমান কার্ড দেখেছে লিগে। দুই দলই দেখেছে ৩৬টি হলুদ কার্ড। মাদ্রিদ লাল কার্ড পেয়েছে একটি।গত বছর অবশ্য বার্সেলোনা ও রিয়াল লাল কার্ড পায় সমান তিনটি করে। বার্সাকে রেফারিরা হলুদ কার্ড দেখান ৮৩ বার। আর মাদ্রিদকে দেখিয়েছেন ৭২ বার।সাক্ষাৎকারে সাবেক স্পেন সতীর্থ ও রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্হিও রামোসকে নিয়েও কথা বলেন পিকে। রামোসের সঙ্গে মাদ্রিদের চুক্তি শেষ হচ্ছে এই বছর। সেটা নিয়ে অবশ্য কথা হয়নি রামোসের সঙ্গে পিকের।‘তার সঙ্গে আমার প্রায়ই কথা হয়। কিন্তু চুক্তি নবায়ণ নিয়ে কিছু জিজ্ঞেস করিনি। আমাদের মধ্যে ভালোই খাতির আছে। মাদ্রিদের খেলোয়াড়দের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। রামোস ছাড়াও বেনজেমা ও রোনালডোর সঙ্গে আমি জার্সি বদলিয়েছি। তবে সেটা পড়ে দেখার চিন্তা মাথায় আসেনি কখনও।’

এ বিভাগের আরো খবর