বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ড্র করেছে রহমতগঞ্জ এমএফসি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচটা গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
এর আগে লিগের প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ পুলিশ।
এ দিকে লিগের শুরু থেকে বেহাল পুরান ঢাকার দল রহমতগঞ্জ। পঞ্চম রাউন্ড শেষে মাত্র একটি জয় পায় তারা। আর একটিতে ড্র ও তিনটি ম্যাচই হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জায়ান্ট কিলারদের।
বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি লড়াই শেষে পুরো ম্যাচে জালের দেখা খুঁজে পায়নি দুই দল। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে তারা।
এ ড্রয়ে একটু লাভ হয়েছে পুলিশের। পয়েন্ট টেবিলের এক ধাপ উপরে উঠেছে তারা। সাত পয়েন্ট নিয়ে সাইফকে টপকে পাঁচে উঠে গেছে পুলিশ। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে পাঁচ পয়েন্ট নিয়ে নয়ে রয়েছে রহমতগঞ্জ।