বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুব্রতর বিদায়, আরামবাগে ব্রাজিলিয়ান কোচ

  •    
  • ৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:২৫

সুব্রতর পাশাপাশি তার সহযোগী চন্দন রাঠোরকেও বিদায় বলেছে আরামবাগ ক্লাব কর্তৃপক্ষ। নতুন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ব্রাজিলের কোচ দগলাস সিলভা দস সান্তোসকে।  

ফেডারেশনের কাপের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে কোচ সুব্রত ভট্টচার্যকে বিদায় বলেছে আরামবাগ ক্রীড়া সংঘ। এই ভারতীয় কোচের বদলে দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হচ্ছে এক ব্রাজিলিয়ানকে।

সুব্রতের দায়িত্বে এবার নীলফামারিতে প্রস্তুতি সেড়েছে আরামবাগ। পরে ফেডারেশন কাপে প্রথম জয়ের পর থেকেই এলোমেলো অবস্থা দলের। গ্রুপ পর্বে বিদায়ের পর লিগেও বেহাল অবস্থা তাদের। প্রথম চার ম্যাচের সবকটিতেই হারের স্বাদ দেখতে হয়েছে তাদের।

সঙ্গে শেখ জামালের কাছে ৬-০ গোলের লজ্জাতো আছেই। ওখানেই মূলত বিদায়ের টিকিট নিশ্চিত করে ফেলেন সুব্রত।

সুব্রতর পাশাপাশি তার সহযোগী চন্দন রাঠোরকেও বিদায় বলেছে আরামবাগ ক্লাব কর্তৃপক্ষ।

নতুন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ব্রাজিলের কোচ দগলাস সিলভা দস সান্তোসকে।

সুব্রতকে বিদায় ও নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন আরামবাগ ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী।

বলেন, ‘আগের কোচকে দিয়ে আমরা সেভাবে কোনো ফল পাইনি। তাই তার জায়গায় ব্রাজিলের কোচ আনছি। তাকে ঘিরেই আমাদের প্রত্যাশা। যেন দল লিগের বাকি ম্যাচগুলোতে ভালো খেলতে পারে।’

নতুন কোচ দগলাস এর আগে ব্রাজিলের বিভিন্ন ক্লাবে খেলেছেন ও কোচিং করিয়েছেন। সঙ্গে দক্ষিণ এশিয়াতেও খেলা ও কোচিংয়ের অভিজ্ঞতা আছে তার। ভারতের ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গলে খেলেছেন। কাজ করেছেন মোহনবাগানের অ্যাকাডেমিসহ মালদ্বীপের একটি ক্লাবে।

এ বিভাগের আরো খবর