কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গ্রানাডা-বার্সেলোনা ম্যাচের প্রথম ৫০ মিনিটে একের পর এক আক্রমণ করে গেল বার্সেলোনা। অথচ স্কোরলাইন গ্রানাডা ২, বার্সেলোনা ০ !
শেষ পর্যন্ত অবশ্য খেলার মোড় নিজেদের দিকে ঘুরিয়ে নিতে পেরেছে রোনাল্ড কুম্যানের শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের যোগ করা ও অতিরিক্ত সময়ে দারুণভাবে জ্বলে ওঠে তারা। স্বাগতিকদের ৫-৩ গোলে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করে কাতালান ক্লাবটি।
৩৩ মিনিটে বার্সেলোনা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি নিজেদের বক্সেই আলবার্তো সোরোকে বল উপহার দিলে সোরো খুঁজে নেন কেনেডিকে। কোনো ভুল করেননি কেনেডি। এগিয়ে যায় গ্রানাডা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল হজম করে বার্সেলোনা। পাল্টা আক্রমণে রবার্তো সোলদাদোর নিখুঁত ফিনিশে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর বার্সেলোনার আক্রমণের গল্প। একের পর এক আক্রমণ করে গেছেন তারা। হয় সেগুলো ফিরিয়েছেন গ্রানাডার গোলকিপার অ্যারন এসকানদেল, অথবা গোলপোস্ট! এসকানদেল মোট গোল বাঁচিয়েছেন ১৪টি, গোলপোস্টে লেগেছে আরও তিনটি শট।
দুই গোল খাওয়ার পর একে একে সার্জিনো দেস্ত, উসমান ডেম্বেলে, মার্টিন ব্র্যাথওয়েইট ও রিকি পুজকে নামান কুম্যান। কিন্তু কিছুতেই কাজ হচ্ছিলো না।
বার্সেলোনা শেষ পর্যন্ত জালের দেখা পায় ৮৮ মিনিটে। অধিনায়ক লিওনেল মেসির ক্রসে বল পান আঁতোয়ান গ্রিজমান। তার শটে গোলকিপার এসকান্দেলের পায়ে লেগে জালে জড়ায় বল।
ম্যাচের ৯২ মিনিটে আবারও সেই মেসি-গ্রিজমান জুটি। মেসির পাস বক্সে খুঁজে নেয় গ্রিজমানকে, তিনি খুঁজে নেন জর্দি আলবাকে। আলবা গোল করে সমতায় ফেরান বার্সাকে, খেলা নিয়ে যান অতিরিক্ত সময়ে।
ঠিক ১০০ মিনিটের মাথায় আলবার দারুণ ক্রস থেকে দুর্দান্ত এক হেড করে ম্যাচে প্রথমবারের মত কাতালানদের এগিয়ে নেন গ্রিজমান। কিন্তু সেই লিড টেকে মাত্র মিনিট তিনেক।
বার্সেলোনা বক্সে দেস্তের ফাউলে পেনাল্টি পায় গ্রানাডা। সেখান থেকে তাদের ৩-৩ সমতায় ফেরাতে ভুল করেননি ফেদে ভিকো।
কিন্তু গ্রানাডা সমতায় থাকতে পারে মাত্র পাঁচ মিনিট। মেসির শট এসকানদেল ফিরিয়ে দিলে তা এসে পড়ে মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের কাছে। গোল করে বার্সেলোনাকে আবারও এগিয়ে নেন এই ডাচ মিডফিল্ডার।
ম্যাচের ১১৩ মিনিটে ম্যাচ শেষ করে দেন আলবা। গ্রিজমানের পাস থেকে দারুণ এক শটে গোল করে নিশ্চিত করেন, সেমিতে যাচ্ছে বার্সেলোনাই।
বার্সেলোনার পাশাপাশি কোপা দেল রে এর কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যে পৌঁছে গেছে লেভান্তে ও সেভিয়া। বৃহস্পতিবার শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে রিয়াল বেতিস ও অ্যাথলেটিক বিলবাও।