ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টারনাৎসিওনালকে ২-১ গোলে হারিয়ে সুবিধাজনক অবস্থায় আছে ইউভেন্তাস। দ্বিতীয় লেগে নিজের মাঠে ড্র করলেই ফাইনালে পৌঁছে যাবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।ম্যাচের দারুণ পারফরম্যান্স ছাপিয়ে অবশ্য আলোচনায় আন্দ্রেয়া পিরলো ও ক্রিস্টিয়ানো রোনালডোর বচসা।ম্যাচের প্রথমার্ধের শুরুতেই লাউতারো মার্তিনেসের গোলে পিছিয়ে পড়ার পর দুই গোল করে ইউভেন্তাস। দুটি গোলই আসে পর্তুগিজ সুপারস্টারের পা থেকে।২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালডো। দশ মিনিট পর ইউভের ব্যবধান দ্বিগুণ হয় সিআর সেভেনের গোলেই। চলতি মৌসুমে ২৩ ম্যাচে ২২ গোল এসেছে রোনালডোর কাছ থেকে।দ্বিতীয়ার্ধের জমজমাট ম্যাচের মধ্যে রোনালডোকে বদল করেন ইউভে কোচ পিরলো। ৭৭ মিনিটে দলের মহাতারকাকে বদলিয়ে আলভারো মোরাতাকে নামান তিনি।ম্যাচের অন্তিম মুহূর্তে মাঠ ছেড়ে যাওয়াটা পছন্দ হয়নি রোনালডোর। কোচের এমন সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করলেও মুখে কিছু বলেননি তিনি।ম্যাচ শেষে পিরলো জানান শুক্রবার ৩৬ পূর্ণ করতে যাওয়া রোনালডোকে বিশ্রাম দিতেই অমন সিদ্ধান্ত তার।‘আমি তাকে (রোনালডো) বলেছি যে তার বিশ্রাম নিতে হবে। আমাদের শনিবার গুরত্বপূর্ণ একটি ম্যাচ আছে। সে টানা বেশ কয়েকটা ম্যাচ খেলেছে। কিছুটা বিশ্রাম তার জন্য ভালো।’ইউভেন্তাসের সাফল্যের জন্য পুরো ফিট রোনালডোকে দরকার মনে করিয়ে দিয়ে পিরলো বলেন, ‘আমার চুক্তিতে এমন কোনো কিছু নেই যে রোনালডোকে বদলাতে পারব না। সেরাটা দিতে তার কিছুটা বিশ্রাম প্রয়োজন।’সেরি আর ম্যাচের শনিবার রাতে রোমার বিপক্ষে মাঠে নামছে ইউভেন্তাস।
‘রোনালডোকে বদলাতে পারব না এমন কোনো চুক্তি নেই’
ইন্টারনাৎসিওনালকে ২-১ গোলে হারিয়ে সুবিধাজনক অবস্থায় আছে ইউভেন্তাস। দুটি গোলই আসে পর্তুগিজ সুপারস্টারের পা থেকে।
-
ট্যাগ:
- রোনালডো
এ বিভাগের আরো খবর/p>