বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বার্সার এক তৃতীয়াংশ আয় মেসির থেকে’

  •    
  • ২ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:১৮

বার্সেলোনার আর্থিক সংকটের পেছনে মেসির ভূমিকা নেই উল্লেখ করে লাপোর্তা বলেন, ‘মেসির পেছনে যত খরচ হয় তারচেয়ে বেশি সে নিয়ে আসে। ক্লাবের আর্থিক বিশ্লেষকেরা হিসেব করে দেখেছেন বার্সেলোনার আয়ের এক তৃতীয়াংশ আসে মেসির মাধ্যমে। সে যা করেছে ক্লাবের জন্য সেটাকে অর্থ দিয়ে বিচার করা যাবে না। সেটার সঙ্গে আবেগ জড়িত।’

লিওনেল মেসির আয় নিয়ে চলমান বিতর্কের মধ্যে নতুন তথ্য দিয়েছেন বার্সেলোনার সাবেক সভাপতি ও আসন্ন সভাপতি নির্বাচনে অন্যতম প্রার্থী হুয়ান লাপোর্তা। লাপোর্তা জানান বার্সেলোনার বাৎসরিক আয়ের এক তৃতীয়াংশ আসে মেসির মাধ্যমে।গত শনিবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক এল মুনদো মেসির সঙ্গে ক্লাবের চুক্তিপত্র ফাঁস করে। যাতে দেখা যায় আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তির মোট মূল্য ৫৫.৫ কোটি ইউরো। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫ হাজার ৭০০ কোটি টাকা।মেসি ক্লাবের সঙ্গে সবশেষ চুক্তি স্বাক্ষর করেন ২০১৭ সালে। চুক্তির পর প্রতি বছর মেসি ক্লাব থেকে বোনাস সহ আয় করেছেন ১৩.৮ কোটি ইউরো।ক্লাবের আর্থিক সংকটের সময় এক খেলোয়াড়ের পেছনে এই পাহাড়সম অর্থ ঢালার খবরে তোপের মুখে পড়ে ক্লাবের পরিচালনা পর্ষদ।

স্প্যানিশ দৈনিক স্পোর্তের এক অনুসন্ধানে বের হয়ে আসে মেসির পেছনে চার বছরে ৫৫.৫ কোটি ইউরো খরচ হলেও, গত তিন বছর মেসির কারণেই বার্সেলোনা আয় করেছে প্রায় ৬২ কোটি ইউরো। যার মধ্যে লাভ ২৩ কোটি ইউরোরও বেশি।এ কারণেই মেসিকে এসব সমালোচনায় কান না দেয়ার পরামর্শ লাপোর্তার। মেসিকে সমর্থন করে টেক্সট করেছেন এমনটাই স্পোর্তকে জানান লাপোর্তা।বার্সেলোনার আর্থিক সংকটের পেছনে মেসির ভূমিকা নেই উল্লেখ করে লাপোর্তা এক সাক্ষাৎকারে দৈনিকটিকে বলেন, ‘মেসির পেছনে যত খরচ হয় তারচেয়ে বেশি সে নিয়ে আসে। ক্লাবের আর্থিক বিশ্লেষকেরা হিসেব করে দেখেছেন বার্সেলোনার আয়ের এক তৃতীয়াংশ আসে মেসির মাধ্যমে। সে যা করেছে ক্লাবের জন্য সেটাকে অর্থ দিয়ে বিচার করা যাবে না। সেটার সঙ্গে আবেগ জড়িত।’মূলত মেসির কারণেই গত দেড় দশকে বার্সেলোনা পরিণত হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাবে। আর্জেন্টাইন অধিনায়কের জাদুকরী ফুটবল কাতালানদের জায়ান্টদের শিরোপা জেতানোর পাশাপাশি মন্ত্রমুগ্ধ করে রেখেছে কোটি ভক্তকে। অনেকের কাছেই মেসি ও বার্সা এখন সমার্থক।‘বিক্রি হওয়া ১০টা বার্সেলোনা জার্সির ৮টাই লিওর। ক্লাবের ওপর বিশ্বের মনোযোগ ওর কারণেই। লিওকে ছাড়া আমরা এত কিছু জিততে পারতাম না। হ্যাঁ, এর সঙ্গে আর্থিক মূল্যও জড়িত। কিন্তু ক্লাবের আয়ের মাত্র ৮.২ শতাংশ ওর পেছনে খরচ হয়,’ লাপোর্তা বলেন।বার্সেলোনা ক্লাবে জোর আলোচনা, নতুন মৌসুমে মেসির সঙ্গে এত বড় অংকের চুক্তি নবায়ণ করা হবে কি না। ছয়বারের ব্যলন ডর জয়ী যে বার্সেলোনাতেই থাকছেন এই বিষয়ে লাপোর্তার কোনো সন্দেহ নেই।‘মেসিকে ক্লাবে রাখতে যা করা দরকার আমি তাই করব। আমি জানি ও বার্সায় ভালো আছে এবং থাকতে চায়। ক্লাবের নতুন পরিকল্পনা এবং বার্সা যে এখনও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে এই বিষয়গুলোতে ওর বিশ্বাস রাখতে হবে।’বার্সেলোনার সভাপতি নির্বাচিত হলে মেসির জন্য কী করতে চান তার একটা আভাসও দিয়ে রেখেছেন লাপোর্তা।‘টাকা-পয়সার প্রতি মেসির আগ্রহ নেই। আমাদের নতুন কিছু ভাবতে হবে ওকে রাখতে হলে। মেসি ক্লাবে থাকলে এটা ক্লাবকেও আর্থিকভাবে লাভবান করবে। ইতিহাসের সেরা খেলোয়াড়কে এমন একটা প্রস্তাব দিতে হবে যেটা ক্লাবের পক্ষে সম্ভব।’

এ বিভাগের আরো খবর