বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম রাউন্ডে নির্ধারিত সময় ৯০ মিনিট পর্যন্ত শেখ রাসেলকে গোলবঞ্চিত করে রাখে মুক্তিযোদ্ধা এসকেসি। ম্যাচের অতিরিক্ত সময়েই বাধে বিপত্তি। আত্মঘাতী গোল খেয়ে বসে তারা।
এতে করে এক পয়েন্ট পাওয়া হয়নি মুক্তিযোদ্ধার। উল্টো জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার দিনের তৃতীয় ও শেষ ম্যাচে মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল।
এ জয়ে পয়েন্ট টেবিলের আবাহনীকে টপকে দুইয়ে উঠে আসে সাইফুল বারী টিটুর শিষ্যরা। আর চার ম্যাচে তৃতীয় হারের স্বাদ নিল রাজা ইসার মুক্তিযোদ্ধা।
ম্যাচে আধিপত্য নিয়ে খেলে আক্রমণের পর আক্রমণ করে যায় শেখ রাসেল। গোলের দেখা না পেলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় ম্যাচ।
দ্বিতীয়ার্ধেও নির্ধারিত সময়েও কোনো দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ম্যাচের অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে পিছিয়ে যায় মুক্তিযোদ্ধা। ডিফেন্ডার শোয়েব মিয়ার আত্মঘাতী গোলে তিন পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।
এ জয়ে পয়েন্ট টেবিলে চার ধাপ উপরে ওঠে শেখ রাসেল। ঢাকা আবাহনীকে টপকে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে তারা। আর চার পয়েন্ট নিয়ে দুই ধাপ নিচে নেমে দশে অবস্থান করছে মুক্তিযোদ্ধা।