বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার ছিল গুরুত্বপূর্ণ ম্যাচের পসরা। হাইভোল্টেজ তিন ম্যাচের একটিতে মোহামেডানকে হারায় কিংস। চিরপ্রতিদ্বন্দ্বী দলের হারের দিনে পয়েন্ট খুইয়েছে ঢাকা আবাহনীও। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করেছে আকাশি-হলুদরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে সোমবার দুই আবাহনীর ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছে। দুই আবাহনীর দ্বৈরথের ম্যাচে গোল এসেছে দুই ব্রাজিলিয়ানের পা থেকে।
লিগে প্রথম তিন ম্যাচে জয়ের পর চতুর্থ ম্যাচে মোহামেডানের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে মারিও লেমসের ঢাকা আবাহনী। আর চার ম্যাচে মাত্র দুটিতে জয় পায় চট্টগ্রাম আবাহনী। বাকি দুটি ম্যাচে হেরে মাঠ ছাড়তে হয় মারুফুল হকের শিষ্যদের।
সোমবারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে দুই আবাহনী।
ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় ঢাকা আবাহনী। পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন ফ্রান্সিসকো তোরেস। আবাহনীর জার্সিতে লিগে তৃতীয় গোল এই ব্রাজিলিয়ানের।
প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। এবারও পেনাল্টি থেকে গোল।
আরেক ব্রাজিলিয়ান নিক্সন গাইলহার্মের গোলে স্কোরলাইন ১-১ করে ফেলে বন্দরনগরীর দলটি।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধেও কোনো গোলের দেখা না পেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে ধানমন্ডির জায়ান্টরা।
পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে লিগের টেবিলের দুইয়ে আছে ঢাকা আবাহনী। আর হারের পর ড্রয়ে সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে চট্টগ্রাম আবাহনী।