বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফামৌসার জোড়া গোলে পুলিশের দ্বিতীয় জয়

  •    
  • ৩১ জানুয়ারি, ২০২১ ২০:৪৪

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাল্লো ফামৌসার জোড়া আঘাতে ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলে বিধ্বস্ত করে পুলিশ। এ জয়ে লিগে নিজেদের দ্বিতীয় জয় পেল পুলিশ। এর আগে উত্তর বারিধারাকে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছিল তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ পুলিশ এফসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাল্লো ফামৌসার জোড়া আঘাতে ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলে বিধ্বস্ত করে পুলিশ।

এ জয়ে লিগে নিজেদের দ্বিতীয় জয় পেল পুলিশ। এর আগে উত্তর বারিধারাকে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছিল তারা। সেবারও জয়সূচক গোলটি আসে বাল্লো ফামৌসার কাছ থেকে।

আর টানা পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে ব্রাদার্স। বারিধারার সঙ্গে ড্রয়ে মাত্র একটি পয়েন্ট পেয়েছে তারা।

রোববারের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বজায় রেখে আক্রমণ সাজায় পুলিশ এফসি।

ম্যাচের ১১ মিনিটে প্রতি আক্রমণ থেকে দারুণ এক গোল আদায় করে লিড নেয় বাংলাদেশ পুলিশ।

রক্ষণের উপর দিয়ে আসা বল নিয়ন্ত্রণ করে মাঝমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সের বাম প্রান্ত থেকে বল সিক্স ইয়ার্ডের ভেতরে ক্রস করেন ম্যাথিউস বাবলু। তার দারুণ ক্রস থেকে এক টোকায় বল জালে জড়ান বাল্লো ফামৌসা।

২৩ মিনিটেই গোল পরিশোধ করে ম্যাচে ফেরে ব্রাদার্স ইউনিয়ন। মানডে ওসাগির ক্রসটা ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় ফাঁকায় বল পেয়ে যান সিয়ো জুনাপিও। হেড করে গোলকিপারের মাথার উপর দিয়ে বল ঠিকানায় ফেললে ব্যবধান ১-১ করে ফেলে ব্রাদার্স।

প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে আবারও লিড নেয় পুলিশ। এবার কর্নার থেকে মুরোলিমঝোন আখমেদভের বাঁকানো ক্রসে সিক্স ইয়ার্ডের ভেতর থেকে ট্যাপ ইন করে গোল করেন আনমার্ক থাকা ল্যান্সিন তোরে।

তার গোলে ২-১ ব্যবধানের স্বস্তি নিয়ে বিরতিতে যায় পুলিশ।

টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠেছে পুলিশ এফসি

ফিরেই ম্যাচের আধিপত্য বজায় রেখে ৭০ মিনিটে দারুণ সুযোগ থেকে ব্যবধান বাড়ায় পুলিশ বাহিনী। এবার যেন তাদের দ্বিতীয় গোলের পুনরাবৃত্তি ঘটল। আখমেদভের কর্নার ক্রস থেকে ভেসে আসা বলটা গোলকিপার তিতুমির চৌধুরী ফিস্ট করতে ব্যর্থ হলে হেড করে বল জালে পাঠান বাল্লো ফামৌসা।

তার এ গোলেই যেন জয় নিশ্চিত করে ফেলে পুলিশ।

এ জয়ে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলে এক ধাপ উপরে ওঠে পুলিশ। এখন ছয়ে অবস্থান করছে তারা। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে মাত্র এক পয়েন্ট নিয়ে ১২তে অবস্থান নেমে যায় ব্রাদার্স ইউনিয়ন।

এ বিভাগের আরো খবর