বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি পরের মৌসুমে নতুন ঠিকানায় যাবেন না পুরনো ক্লাবের সঙ্গেই চুক্তি নবায়ন করবেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত গণমাধ্যম ও ভক্ত-সমর্থকেরা। যদিও গত ডিসেম্বরে মেসি জানান বার্সেলোনা ছেড়ে যাওয়ার ইচ্ছা আপাতত নেই তার, তারপরও প্রতিমুহূর্তেই চলছে জল্পনা-কল্পনা।স্প্যানিশ ক্রীড়া দৈনিক এল মুনদো এবারে জানাল নতুন এক খবর। তাদের প্রতিবেদন অনুযায়ী আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তির মোট মূল্য ৫৫.৫ কোটি ইউরো। বাংলাদেশি টাকায় প্রায় ৫ হাজার ৭০০ কোটি টাকা।মেসি ক্লাবের সঙ্গে সবশেষ চুক্তি স্বাক্ষর করেন ২০১৭ সালে। তখন চুক্তি সই করার ফি হিসেবে দেড় কোটি ইউরো পান তিনি। আর ক্লাবের সঙ্গে এতদিন থাকার জন্যে লয়ালটি বোনাস হিসেবে পান ৭.৮ কোটি ইউরো।চুক্তির পর প্রতি বছর মেসি ক্লাব থেকে বোনাস সহ আয় করেছেন ১৩.৮ কোটি ইউরো।নতুন কোনো ক্লাব যদি তাকে সই করাতে চায় তাহলে ট্র্যান্সফার ফির পাশাপাশি এই চুক্তির থেকে ভালো কিছুর প্রস্তাব দিতে হবে ছয়বারের ব্যলন ডর জয়ীকে। মেসি যদি বার্সেলোনার নতুন চুক্তি সই না করেন তাহলে অন্য ক্লাব তাকে ফ্রি-এজেন্ট হিসেবে পাওয়ার পরও বেতন ভাতার ক্ষেত্রে তাদের এই বিশাল অংকের টাকা গুণতে হবে।বার্সেলোনা এই মুহূর্তে আছে আর্থিক সঙ্কটে। এমন পরিস্থিতিতে রিভালদোর মতো সাবেক তারকারা অনেকেই চাচ্ছেন মেসি যেন ক্লাব ছেড়ে চলে যান। তবে, এই দলে নেই কার্লোস তেভেস।মেসির জাতীয় দলের সাবেক সতীর্থ তেভেসের মতে বার্সেলোনা ছেড়ে যাওয়া উচিত হবে না ক্লাব অধিনায়কের।‘লিও-ই জানে সে তার ভবিষ্যতে কি করবে। আমি তাকে বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবের জার্সিতে দেখতে পারছি না আপাতত,’ আর্জেন্টিনার টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে বলেন তেভেস।
মেসির চুক্তি ৫ হাজার ৭০০ কোটি টাকার
মেসি ক্লাবের সঙ্গে সবশেষ চুক্তি স্বাক্ষর করেন ২০১৭ সালে। তখন চুক্তি সই করার ফি হিসেবে দেড় কোটি ইউরো পান তিনি। আর ক্লাবের সঙ্গে এতদিন থাকার জন্যে লয়ালটি বোনাস হিসেবে পান ৭.৮ কোটি ইউরো।
-
ট্যাগ:
- মেসি
এ বিভাগের আরো খবর/p>