কোভিডের সঙ্গে লড়াই শেষে এক সপ্তাহ পর জিনেদিন জিদান ডাগ-আউটে ফেরেন নিজ মাঠে। এস্তাদিও আলফ্রেদো স্তেফানোতে তার দল রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল লেভান্তে।ফিরে এসে দলের করুণ অবস্থা দেখতে হল জিদানকে। নিজের মাঠে লেভান্তের কাছে ২-১ গোলে হেরে গেছে চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রায় ৮৫ মিনিট তারা খেলে ১০ জন নিয়ে।শুরুতেই ব্যাকফুটে চলে যায় রিয়াল। ৭ মিনিটের সময় সার্হিও লিয়নকে বক্সের বাইরে ফাউল করায় প্রথমে হলুদ কার্ড দেখেন এদার মিলিতাও। তবে ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে সিদ্ধান্ত বদল করে তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে বের করে দেন রেফারি।১০ জনে পরিণত হওয়ার ধাক্কা সামলে নেয় রিয়াল প্রায় সঙ্গে সঙ্গেই। ১৩ মিনিটের সময় ব্রেক থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মার্কো আসেনসিও।এরপরই একজন বেশি নিয়ে খেলার সুবিধা পায় লেভান্তে। মাঝমাঠে বাড়তি খেলোয়াড়ের কারণে নিয়ন্ত্রণ নিয়ে নেয় অতিথি দল।ফল পেয়ে যায় বিরতির আগে। হোর্হে মিরামিয়নের অ্যাসিস্ট থেকে ম্যাচে সমতা ফেরান লুইস মোরালেস। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর পরিস্কার সুযোগ পায় লেভান্তে। ৬২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র নিজেদের বক্সে ফাউল করেন লেভান্তের কার্লোস ক্লার্ককে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে স্পট থেকে লক্ষ্যভেদ করতে পারেননি রজার মারতি।এর মিনিট পনের পর আর ভুল করেননি মারতি। এনিস বারধির বাড়ানো বল থেকে দলের দ্বিতীয় গোল ও জয় নিশ্চিত করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।এই জয়ে লেভান্তে উঠে এসেছে টেবিলের শীর্ষ দশে। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। ম্যাচ হেরে যাওয়ায় শীর্ষ থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে আরও পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ।চ্যাম্পিয়নদের সংগ্রহ ২০ ম্যাচে ৪০ পয়েন্ট। দুই ম্যাচ কম খেলা আতলেতির ঝুলিতে আছে ৪৭ পয়েন্ট। রাতে এইবারকে ২-০ গোলে হারানো সেভিয়া উঠে এসেছে তিনে।২০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে চারে আছে বার্সেলোনা। রাতে নিজ মাঠে আথলেতিক বিলবাওয়ের মোকাবিলা করবে লিওনেল মেসির দল।
নিজ মাঠে লেভান্তের কাছে হারল রিয়াল
নিজের মাঠে লেভান্তের কাছে ২-১ গোলে হেরে গেছে চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রায় ৮৫ মিনিট তারা খেলে ১০ জন নিয়ে।
-
ট্যাগ:
- রিয়াল মাদ্রিদ
এ বিভাগের আরো খবর/p>