দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা লিবারতাদোরেসের ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিলের দুই ক্লাব পালমেইরাস ও সান্তোস। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে দুই দল নামছে বাংলাদেশ সময় রাত ২টায়।লাতিন ক্লাব ফুটবলের এই ম্যাচে বিশ্বজুড়ে ভক্তদের পাশপাশি চোখ রাখছেন ফুটবল তারকারাও। সান্তসের সাবেক তারকা নেইমার জুনিয়র তো বাজি-ই ধরে ফেলেছেন গাব্রিয়েল জেসুসের সঙ্গে।এক টুইটে জাতীয় দলের সতীর্থ ও বন্ধুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লিখেছেন, ‘আজকে রাতে গাব্রিয়েল জেসুস আমাকে ডিনার করাচ্ছে।’জেসুসও পালটা উত্তর দিয়েছেন, ‘আমাকেই বরং ডিনার করাতে প্রস্তুত থাকো বন্ধু।’ইউরোপের ফুটবলে দুই ক্লাবের দুই মহারথী নেইমার ও জেসুস। নেইমার মাঠ মাতাচ্ছেন ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে। আর জেসুস ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির অন্যতম ফরোয়ার্ড।ইউরোপে পাড়ি দিয়ে বার্সেলোনা ও পিএসজির বিশ্বতারকা হয়ে ওঠার আগে সান্তোসের হয়ে চার বছর ব্রাজিল মাতিয়েছেন নেইমার। ১৭ বছর বয়সে ব্রাজিলের বিখ্যাত সাদা-কালো জার্সিতে যোগ দেন তিনি।২০১৩ সালে ২১ বছর বয়সে যোগ দেন বার্সেলোনায়। সেখান থেকে ২০১৭ সালে যান পিএসজিতে।জেসুসের শুরুটাও অনেকটা একই। ১৭ বছর বয়সে পালমেইরাসে যোগ দেন তিনি। দুই বছর খেলার পর ২০১৭ সালে চলে আসেন ম্যানচেস্টার সিটিতে। তারপর থেকে সেখানেই স্কোয়াডের অবিচ্ছ্বেদ্য অংশ এই ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।ব্রাজিলের দুই তারকার কোপা লিবেরতাদোরেস ফাইনাল নিয়ে এমন মজাদার টুইটা উপভোগ করছেন ফ্যানরাও। শনিবার বিকেল ৫.৪০ মিনিটে নেইমারের করা টুইট ও জেসুসের উত্তরে এক ঘণ্টার লাইক পড়েছে প্রায় ১৯ হাজার।
জেসুসের সঙ্গে ‘ডিনার বাজি’ নেইমারের
লাতিন ক্লাব ফুটবলের এই ম্যাচে বিশ্বজুড়ে ভক্তদের পাশপাশি চোখ রাখছেন ফুটবল তারকারাও। সান্তসের সাবেক তারকা নেইমার জুনিয়র তো বাজি-ই ধরে ফেলেছেন গাব্রিয়েল জেসুসের সঙ্গে।
-
ট্যাগ:
- নেইমার
এ বিভাগের আরো খবর/p>