বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রয়োজনে নিজেই টাকা দেবেন সালাউদ্দিন

  •    
  • ৩০ জানুয়ারি, ২০২১ ১৮:২০

সরকার থেকে বরাদ্দ না পেলেও এই কার্যক্রম অব্যাহত রাখবেন তিনি। দরকার হলে খোদ নিজেই অর্থ দিয়ে এই আয়োজন চালু রাখবেন বলে কথা দেন বাফুফের চতুর্থবারের নির্বাচিত সভাপতি।

দেশব্যাপী খেলোয়াড় বাছাই প্রক্রিয়ার উদ্বোধন করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাসব্যাপী তরুণ প্রতিভাবান ফুটবলার বাছাইয়ে প্রায় দুই কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এই প্রক্রিয়া অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ফেডারেশন।

পাইপলাইন শক্তিশালী করতে এ ধরনের আয়োজনে সরকার আর্থিক বরাদ্দ দেবে বলে আশাবাদী বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।

সরকার থেকে বরাদ্দ না পেলেও এই কার্যক্রম অব্যাহত রাখবেন তিনি। দরকার হলে খোদ নিজেই অর্থ দিয়ে এই আয়োজন চালু রাখবেন বলে কথা দেন বাফুফের চতুর্থবারের নির্বাচিত সভাপতি।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দেশব্যাপী খেলোয়াড় বাছাই আয়োজনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এমন কথাই জানালেন কাজী সালাউদ্দিন।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘যতদিন আমাদের টার্ম আছে ততদিন এই বাছাই অব্যাহত থাকবে। ১০-১২ বছরের বাচ্চা নিলে আপনাকে ১৫ বছর কাজ করতে হবে। এটা দীর্ঘমেয়াদী একটা পদ্ধতি। কিছু ১২-১৪ বছরের ফুটবলার বাছাই করব যারা তিন বছরে আসবে। যারা ১৬-১৭ বছরে ভালো খেলবে তাদের নিব যাতে দুই তিন বছরের মধ্যে তারা লিগ খেলতে পারে। এটা ক্যাটাগরি করে করব’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের কার্যক্রম উদ্বোধন হয়। ছবি: বাফুফে

এবার ট্যালেন্ট হান্ট আয়োজন চালু রাখতে দুই কোটি টাকার বরাদ্দ দিয়েছে বাফুফে। এই আয়োজন অব্যাহত রাখতে চান তিনি।

সালাউদ্দিন বলেন, ‘আমাদের শুধু অর্থ দরকার। টেকনিক্যালি ঠিক আছি। সরকারও বিনিয়োগ করবে। যদি না করে সমস্যা নাই। ডেভেলপমেন্ট কমিটি এটা নিয়ে কাজ করবে। আমিও হেল্প করব।’

সাফ চ্যাম্পিয়নশিপসহ এএফসির বয়সভিত্তিক কিছু টুর্নামেন্ট আছে সামনে। খেলোয়াড় বাছাই করে বাফুফের অ্যাকাডেমির আওতায় নিয়ে তাদের প্রশিক্ষণ করে প্রস্তুত করা হবে। আয়োজন নিয়ে আশাবাদী ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক।

তিনি বলেন, ‘আমরা এখন অনূর্ধ্ব ১৫ বাছাই করছি। আমরা আশাবাদী যদি তাদের ভালো মতো পরিচর্যা করতে পারি তাহলে ভালো কিছু হবে।’

দেশের ৬৪ জেলায় খেলোয়াড় বাছাই প্রক্রিয়া চলবে। চূড়ান্ত পর্ব হবে ২৩-২৫ ফেব্রুয়ারি কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী কামাল স্টেডিয়ামে।

এ বিভাগের আরো খবর