বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোনালডোর ব্যক্তিগত জীবন নিয়ে বলার নেই পিরলোর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ জানুয়ারি, ২০২১ ১৬:০৫

ইউভে বসের মতে রোনালডোর মতো তারকাদের ব্যক্তিগত জীবন থাকতেই পারে। সেটা নিয়ে তার কিছু বলার নেই।

ছুটির সময় বান্ধবীকে নিয়ে ইতালির রিসোর্টে যেয়ে তোপে মুখে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালডো। পাঁচবারের ব্যালন ডর জয়ীর বিরুদ্ধে অভিযোগ নিজ ক্লাব ইউভেন্তাসের শহর ছেড়ে কোভিড প্রোটোকল ভেঙ্গেছেন তিনি। তবে, এই মহাতারকাকে সমর্থন দিচ্ছেন ইউভেন্তাস কোচ আন্দ্রেয়া পিরলো।ইউভে বসের মতে রোনালডোর মতো তারকাদের ব্যক্তিগত জীবন থাকতেই পারে। সেটা নিয়ে তার কিছু বলার নেই।সপ্তাহের শুরুতে করোনাভাইরাস প্রোটোকল ভঙ্গ করে রোনালডো তার বান্ধবী জর্জিনা রদ্রিগেসকে নিয়ে এক মাউন্টেন রিসোর্টে পুরো দিন উদযাপন করেছেন বলেইতালিয়ান গণমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে। এই প্রসঙ্গে পিরলো বলেন, ‘রোনালডোর সে দিন ছুটি ছিল। সে তার ব্যক্তিগত জীবনে যা ইচ্ছা তাই করতে পারে। মাঠের বাইরে প্রত্যেকেরই স্বাধীনতা আছে। প্রতিটি ফুটবলারেরই তাদের নিজস্ব দায়িত্ব নেবার অধিকার আছে।’জর্জিয়ার জন্মদিন পালনের জন্য ইউভেন্তাস থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর পশ্চিমে একটি রিসোর্টে সারাদিন ছুটি কাটান রোনালডো।ইতালিয়ান গাজেত্তা দেলো স্পোর্ত দৈনিক জানায় এই জুটিকে মঙ্গলবার রাতে হোটেলে থেকে পরদিন সকালে পর্বতে স্নো মোবাইল চালাতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের দুজনের একটি ছবি প্রকাশ পেয়েছে যেখানে পর্বতে বরফের মধ্যে তাদের দুজনকে একসাথে গাড়ি চালাতে দেখা যাচ্ছে।ইতালির বর্তমান করোনাভাইরাস আইনানুযায়ী তাদের তুরিন শহর ত্যাগ করার কথা নয়। বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা ও তার বান্ধবীর প্রত্যেককে এখন কমপক্ষে ৪০০ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।কয়েকটি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী রোনালডোর বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত পর্যন্ত হতে পারে। এর আগেও করোনাভাইরাস সংক্রান্ত বিতর্কে জড়ান ৩৫ বছর বয়সী রোনাল্ডো।গত অক্টোবরে দুটি ভাইরাস কেসে ইউভেন্তাস যখন আইসোলেশনে ছিল ঠিক ঐ সময় রোনালডো পর্তুগাল সফর করে সমালোচিত হন। এরপর রোনালডো নিজেই করোনা পজিটিভি হন এবং ইতালিতে দুই সপ্তাহ আইসোলেশনে কাটান।

এ বিভাগের আরো খবর