বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মেসিকে বিক্রি না করা ছিল ভুল’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ জানুয়ারি, ২০২১ ১০:২৪

সাম্প্রতিক আর্থিক বিবরণী থেকে দেখা যায় প্রায় ১.১৭৩ ইউরো দেনা আচ্ছে বার্সেলোনার। এমন অবস্থায় মেসিকে বিক্রি করলে ক্লাব উপকৃত হতো অভিমত ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী তারকার।

গত গ্রীষ্মে বার্সেলোনা ফুটবল ক্লাবের সবচেয়ে বড় সাফল্য ছিল লিওনেল মেসিকে যেতে না দেয়া। নতুন মৌসুম শুরুর পর মেসি জানান ক্লাব ছাড়ার ইচ্ছা এখন আর নেই তার। নতুন বছরে আবারও পুরনো ঝলক দেখা যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টারের বাঁ-পায়ে। স্বস্তি ফিরেছে সমর্থকদের মনে।বার্সেলোনার সাবেক তারকা রিভালদো অবশ্য এই দলে নন। তার মতে ছয়বারের ব্যলন ডর জয়ীকে যেতে দিলে লাভ হতো বার্সেলোনার।‘আগের বোর্ড চুক্তিতে থাকা অবস্থায় মেসিকে যেতে না দিয়ে ভুল করেছে। ক্রিস্টিয়ানো রোনালোডোকে বিক্রি করে রিয়াল মাদ্রিদ ১০০ মিলিয়ন ইউরো পেয়েছে। বার্সেলোনারও ওই ধরনের কিছু করতে পারত,’ স্প্যানিশ টিভি চ্যানেল বেটফেয়ারকে বলেন রিভালদো।মেসি যদিও বলেছেন যে তিনি কাম্প ন্যু ছেড়ে যাচ্ছেন না, রিভালদো তাতে ভরসা পাচ্ছেন না। সাম্প্রতিক আর্থিক বিবরণী থেকে দেখা যায় প্রায় ১.১৭৩ ইউরো দেনা আচ্ছে বার্সেলোনার। এমন অবস্থায় মেসিকে বিক্রি করলে ক্লাব উপকৃত হতো অভিমত ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী তারকার।‘বার্সেলোনা যখন আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে তখন তার মতো একজন প্রতিভাবান খেলোয়াড়ের বিনামূল্যে ক্লাব ছেড়ে দেয়া দেখাটা খুব কষ্টকর,’ যোগ করেন তিনি।শুধু মেসিই নয়, আর্থিক বিপর্যয় কাটিয়ে উঠতে আরও বেশ কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করার পরামর্শ দিয়ে রিভালদো বলেন, ‘কোতিনিয়োকে ছেড়ে দিয়ে ভবিষ্যত নিশ্চিতের জন্য বার্সেলোনা ডেম্বেলে ও গ্রিজমানকে ব্যবহার করতে পারে। কোতিনিয়ো স্পেনে ভালো সময় না কাটালেও ইংল্যান্ডে তার নামডাক আছে।’মেসি, কোতিনিয়োর মতো দামী খেলোয়াড়দের ছেড়ে দিয়ে তরুনদের উপর আস্থা বাড়ানোর পরামর্শ বার্সেলোনার হয়ে ব্যলন ডর জয়ী রিভালদোর।‘রিকি পুজকে আরও গুরুত্ব দিতে হবে। ছেলেটা দেখিয়েছে যে ওর দারুণ একটা ব্যক্তিত্ব আছে। আমি যে স্কোয়াডে ছিলাম সেই স্কোয়াডের তরুণ চাভি এর্নানদেসের কথা মনে করিয়ে দেয় সে,’ বলেন তিনি।

এ বিভাগের আরো খবর