লিওনেল মেসি খেলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। আর রিয়াল মাদ্রিদ বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। ভাবছেন, তাহলে মেসি কীভাবে রিয়ালের ভাগ্য নির্ধারণ করবেন?
খোলাসা করা যাক ব্যাপারটা।
সামনেই দলবদলের মৌসুম। এখন লিগের দ্বিতীয় পর্ব চলছে। এরপরেই দুয়ার খুলছে খেলোয়াড় দলে টানার।
প্রিয় খেলোয়াড়দের দলে নিতে মাঠে নামবে বড় ক্লাবগুলো। সেই দৌড়ে মেসিই হতে পারে রিয়াল মাদ্রিদের সৌভাগ্যের চাবি।
না মেসি বার্সা ছেড়ে রিয়ালে যাচ্ছেন না।
মূলত পিএসজির ফ্রেন্স তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে দলে নিতে চায় রিয়াল মাদ্রিদ। গত তিন বছর থেকে এই বিশ্বকাপ জয়ী ফুটবলারকে চাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। তবে, স্প্যানিশ গণমাধ্যম মার্কার খবর বলছে, করোনাভাইরাসের প্রকোপ সামলে ইতোমধ্যে এমবাপেকে দলে ভেড়াতে অর্থ গোছাচ্ছে মাদ্রিদ।
এখানেই মেসিকে দরকার রিয়ালের।
এই আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে দলে নিতে পিএসজিও অনেক চেষ্টা চালাচ্ছে। কিন্তু মেসিকে পেতে মোটা অংকের অর্থের প্রয়োজন ফ্রান্সের শক্তিশালী ক্লাবটির। সেজন্য এমবাপেকে বিক্রি করে দিতে পারে পিএসজি।
গত চ্যাম্পিয়নস লিগে রানার আপ হয়ে বিদায় নিতে হয়েছে পিএসজিকে। দলের শীর্ষ কর্তারা চান একটা শিরোপা ঘরে তুলতে। দলে নেইমারের মতো বিশ্বসেরা আছেন। এখন মেসি যোগ হলে সেই সম্ভাবনা আরও দৃঢ় হবে মনে করেন তারা। সেজন্য মেসিকে দলে ভেড়াতে চান তারা।
সেটা সম্ভব হলে রিয়াল মাদ্রিদের জন্য এমবাপেকে নেয়া সহজ হবে। এমবাপেকে দলে নিতে ভিনিসিয়াস জুনিয়র ও থিবাউল কার্তোসকে ছাড়তে রাজী আছে রিয়াল। এভাবেই এমবাপেকে দলে নেয়ার চেষ্টা চালাবে তারা।
সেক্ষেত্রে দলবদলে রিয়ালের ভাগ্য খুলে দিতে ট্রাম্পকার্ড হিসেবে কাজ করবেন মেসি।