বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্বাসরুদ্ধকর জয়ে স্বস্তিতে সাইফ

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২১ ২১:৪৩

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের শেষ ম্যাচে রোমাঞ্চকরভাবে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারায় সাইফ। এ হারে লিগে তিন ম্যাচের দুটিতে হারের স্বাদ নিল মুক্তিযোদ্ধা।

ফেডারেশন কাপে দুর্দান্ত পারফর্ম করে লম্বা দৌড়ে লিগে এসেই যেন খেই হারায় সাইফ স্পোর্টিং ক্লাব। প্রথম তিন ম্যাচে মাত্র একটিতে জয় যেন নামের সঙ্গে বেমানান ঠেকছিল। পল পুটের অধীনে ইতিহাস গড়া দলটি একটু অস্বস্তি নিয়েই চতুর্থ ম্যাচে খেলতে নেমেছিল।

অবশেষে আগের ম্যাচে হেরে ব্যাকফুটে যাওয়া সাইফের ঘরে স্বস্তি ফিরেছে। মুক্তিযোদ্ধা এসকেসিকে হারিয়ে জয়ে ফিরেছে তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের শেষ ম্যাচে রোমাঞ্চকরভাবে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারায় সাইফ। এ হারে লিগে তিন ম্যাচের দুটিতে হারের স্বাদ নিল মুক্তিযোদ্ধা।

ম্যাচের প্রথমে অবশ্য মুক্তিযোদ্ধাই এগিয়ে ছিল।

ম্যাচের ২৫ মিনিটে মেহেদী হাসান রয়েলের পাস থেকে মুক্তিযোদ্ধাকে লিড এনে দেন উজবেকিস্তানের আকবারালি খোলদরভ।

লিড অবশ্য বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। ১০ মিনিটের মধ্যে রহমত মিয়ার ক্রস থেকে সাইফকে সমতায় ফেরান এমানুয়েল আরিয়াচুকু। ১-১ ব্যবধানে বিরতিতে যায় ম্যাচ।

দ্বিতীয়ার্ধে ফিরেই ম্যাচের লাগাম ধরে রেখে লিড নেয় সাইফ। ৭৯ মিনিটে জন ওকোলির পাস থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-১ করে ফেলেন সিরোজিদ্দীন রাখমাতুল্লায়েভ। তার গোলেই পূর্ণ তিন পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে সাইফ।

এ জয়ে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে লিগের টেবিলের পাঁচে ওঠে সাইফ। আর এক ম্যাচ কম খেলে তিন পয়েন্ট নিয়ে আটে মুক্তিযোদ্ধা।

এ বিভাগের আরো খবর