বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুর্দান্ত ঘুরে দাঁড়ানোয় কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ জানুয়ারি, ২০২১ ১২:৩৩

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ম্যাচটিতে ২-১ ব্যবধানের জয় পায় বার্সেলোনা। লিওনেল মেসি সমতা ফেরানোর পর শেষ দিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফ্রেঙ্কি ডি ইয়ং।

কোপা দেল রে এর চতুর্থ রাউন্ডে দ্বিতীয় স্তরের দল রায়ো ভায়োকানোর মাঠে প্রথমে পিছিয়ে পড়লেও বিশ্বাস হারায়নি বার্সেলোনা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালান ক্লাব।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ম্যাচটিতে ২-১ ব্যবধানের জয় পায় বার্সেলোনা। লিওনেল মেসি সমতা ফেরানোর পর শেষ দিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফ্রেঙ্কি ডি ইয়ং।

ভায়োকানোর মাঠে শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় বার্সেলোনা। কিন্তু প্রথমার্ধেই দুই বার বল বারে লেগে ফিরে আসলে গোল না পেয়েই প্রথমার্ধ শেষ করেন মেসিরা।

১৯ মিনিটের মাথায় জুনিয়র ফিরপোর ক্রসে পা লাগালেও তা গোলে পরিণত করতে পারেননি ডি ইয়ং। ডাচ মিডফিল্ডারের শট লাগে বারে।

৩৫ মিনিটের মাথায় ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের শট রায়ো গোলকিপার স্টোল দিমিত্রিভিয়েস্কি ফিরিয়ে দিলে বল আসে রিকি পুজের কাছে। তরুণ এই মিডফিল্ডার ভালো শট নিলেও এক রায়ো ডিফেন্ডারের গায়ে লেগে বল লাগে পোস্টে, গোলবঞ্চিতই থাকে বার্সেলোনা।

বিরতির পরপরই মেসির একটি ফ্রি-কিক ফিরে আসে বারে লেগে।

স্রোতের বিপরীতে ম্যাচের ৬৩ মিনিটে গোল করে ভায়োকানোকে এগিয়ে নেন ফ্রান গার্সিয়া।

তবে জবাব দিতে সময় নেয়নি কাতালানরা। গোল খাওয়ার মাত্র পাঁচ মিনিট পর বক্সের ভেতর মেসিকে খুঁজে নেন আঁতোয়ান গ্রিজমান, সমতায় ফেরে বার্সেলোনা।

বার্সেলোনা এগিয়ে যায় ম্যাচের দশ মিনিট বাকি থাকতে। মেসির দারুণ পাস থেকে ভায়োকানোর বক্সে জায়গা পেয়ে যান বদলি হিসেবে নামা জর্দি আলবা। তার পাস পেয়ে জালে বল জড়াতে ভুল করেননি ডি ইয়ং। গত সাত ম্যাচে এটি এই ডাচ মিডফিল্ডারের চতুর্থ গোল।

এ বিভাগের আরো খবর