বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আরামবাগকে গোলবন্যায় ভাসাল শেখ জামাল

  •    
  • ২৭ জানুয়ারি, ২০২১ ২০:১৫

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেলে আরামবাগকে ৬-০ গোলে হারায় শেখ জামাল। গাম্বিয়ার ফুটবলার পা ওমর জবে একাই করেন চার গোল। জোড়া গোল করেন সতীর্থ সুলায়মান সিল্লাহ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম তিন ম্যাচে হেরে নাজেহাল হয়ে পড়া আরামবাগকে আরেকটি হারের স্বাদ দিল শেখ জামাল। ছয় গোলের বন্যায় আরামবাগকে ভাসিয়েছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। তিন জয়ে কিংসকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ধানমন্ডি জায়ান্টরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেলে আরামবাগকে ৬-০ গোলে হারায় শেখ জামাল। গাম্বিয়ার ফুটবলার পা ওমর জবে একাই করেন চার গোল। জোড়া গোল করেন সতীর্থ সুলায়মান সিল্লাহ।

টানা তিন ম্যাচে হারের পর ব্যাকফুটে থাকা আরামবাগ পাত্তাই পায়নি হেভিওয়েট শেখ জামালের কাছে।

ম্যাচের ১৪ মিনিটে লিড নিয়ে নেয় হলুদরা। রেজাউল করিমের পাস থেকে গোল করেন ওমর জবে। তার চার মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন জবের সতীর্থ সুলায়মান সিল্লাহ।

প্রথমার্ধের আগে আরও একবার বল আরামবাগের জালে পাঠায় শেখ জামাল। এবারও গোলদাতা সুলায়মান। ম্যাচের ৩৫ মিনিটে শাকিল আহমেদের পাস থেকে বল জালে জড়ান এই গাম্বিয়ান। প্রথম ম্যাচে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে ৩-০ ব্যবধানে লিড নিয়ে দ্বিতীয়ার্ধেও আরামবাগের রক্ষণ ব্যস্ত রাখের মানিকের বাহিনী।

ম্যাচের ৬০ মিনিটের মাথায় সুলায়মান কনফার্মের পাস থেকে নিজেদের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ওমর জবে। দুই মিনিট পরেই ব্যবধান ৫-০ করে শেখ জামাল। এবার নিজের ও লিগের প্রথম হ্যাটট্রিক আদায় করে নেন গাম্বিয়ান জবে।

পাঁচ গোলে নাস্তানুবাদ আরামবাগ শেষ গোলটি হজম করে ম্যাচের অতিরিক্ত সময়ে। জাহিদ হোসেনের পাস থেকে নিজের চতুর্থ গোলটি করেন জবে।

আরামবাগকে বিধ্বস্ত করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। সঙ্গে আছে কিংসকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার স্বস্তি। আর টানা চার ম্যাচে হেরে তলানিতে আরামবাগ।

এ বিভাগের আরো খবর