বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আর্সেনালে ওডেগার্ড

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ জানুয়ারি, ২০২১ ১৭:৫৮

নরওয়েজিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডারকে বাকি মৌসুমের জন্য ধারে নিয়ে এসেছে লন্ডনের ক্লাবটি।

রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে যোগ দিয়েছেন মার্টিন ওডেগার্ড। নরওয়েজিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডারকে বাকি মৌসুমের জন্য ধারে নিয়ে এসেছে লন্ডনের ক্লাবটি।২২ বছর বয়সী ওডেগার্ড ১৬ বছর বয়সে যোগ দেন রিয়াল মাদ্রিদের রিজার্ভ দলে। সেখান থেকে সিনিয়র দলে সুযোগ পেলেও নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারেননি।রিয়াল তাকে দুই মৌসুম পরই ধারে পাঠিয়ে দেয় নেদারল্যান্ডসের ক্লাব হিরেনফিনে। সেখানে এক বছর কাটানোর পর তাকে ধারে দলে টানে একই দেশের ফিতেস।সেখানেও এক মৌসুমের বেশি টিকতে পারেননি। ২০১৯ সালে রিয়াল আবারও তাকে ধারে পাঠায়। এবার লা লিগার ক্লাব সোসিয়েদাদে। সেখানে এক বছর খেলার পর পাড়ি দিচ্ছেন আর্সেনালে।ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ৮ নম্বরে আছে তারা। ২০ ম্যাচে গানারদের সংগ্রহ ৩০ পয়েন্ট।ওডেগার্ডের লন্ডনে আসার দিন গ্রিসে গেছেন সাবেক প্রিমিয়ার লিগ তারকা শিনজি কাগাওয়া। লা লিগার ক্লাব রিয়াল সারাগোসা থেকে গ্রিসের পিএওকেতে যোগ দিয়েছেন জাপানের এই মিডফিল্ডার।

এ বিভাগের আরো খবর