বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ভেতরে চল তোকে দেখাচ্ছি’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ জানুয়ারি, ২০২১ ১৩:০৪

মিলানের ঐতিহাসিক ভেন্যু সান সিরোতে ২-১ গোলে ম্যাচ জিতে সেমি ফাইনালে পৌঁছেছে ইন্টার।

ইতালিয়ান কাপে চিরপ্রতিদ্বন্দ্বি ইন্টারনাৎসিওনালের কাছে হেরে বিদায় নিয়েছে এসি মিলান। ‘দার্বি দেলা মাদোনিনা’ বা মিলান ডার্বি নামে পরিচিত মিলানের দুই বড় দলের লড়াই ছিল প্রত্যাশামতোই উত্তেজনাপূর্ণ ও জমজমাট।মিলানের ঐতিহাসিক ভেন্যু সান সিরোতে ২-১ গোলে ম্যাচ জিতে সেমি ফাইনালে পৌঁছেছে ইন্টার। ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় স্লাতান ইব্রাহিমোভিচের লাল কার্ড। রোমেলু লুকাকুর সঙ্গে ঝগড়া করে প্রথম হলুদ কার্ড পান এই সুইড। পরে আরেকটি ফাউল করে লাল কার্ড দেখেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল মিলান। ৩১ মিনিটে দলকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ।বিরতিতে যাওয়ার আগে হলুদ কার্ডও দেখতে হয় এই সুইডিশ সুপারস্টারকে। ইন্টার ফরোয়ার্ড রোমেলু লুকাকুর সঙ্গে বিতণ্ডার জড়ান স্লাতান। দুই জন চার মৌসুম আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থ ছিলেন। দুই জনকেই হলুদ কার্ড দেখান রেফারি।তারপরও থামেনি দুই সাবেক সতীর্থের তর্ক। এক পর্যায়ে টিভি ক্যামেরায় শোনা যায় ইব্রা লুকাকুকে উত্তেজিত ভঙ্গিতে বলছেন, ‘ভেতরে চল তোকে দেখাচ্ছি!’বিরতির সময়ে টানেলেও দুই ফরোয়ার্ড বাকযুদ্ধ করতে থাকেন। মাঠে ফিরে ইব্রাহিমোভিচ অবশ্য বেশিক্ষণ মাঠে ছিলেন না।দ্বিতীয়ার্ধের শুরুতে আলেক্সান্ডার কোলারভকে ফাউলের দোষে ইব্রাহিমোভিচকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে ম্যাচ থেকে বহিষ্কার করেন রেফারি।রিপ্লেতে দেখা যায় ফাউল করেননি ইব্রা। নিজের পায়ে লেগেই পড়ে গেছেন কোলারভ। তার লাল কার্ডে ৫৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় মিলান।বাকি সময়ে একজন বেশি নিয়ে খেলার ফায়দা নেয় ইন্টার। চড়াও হয় প্রতিপক্ষের ওপর।৭০ মিনিটে লুকাকু সুযোগ পান দলকে সমতায় ফেরানোর। নিকোলো বারেলাকে নিজেদের বক্সে ফাউল করেন রাফায়েল লিয়াও। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পট থেকে লক্ষ্যভেদ করেন লুকাকু।ইন্টারকে ম্যাচ জয়ের জন্য অপেক্ষা করতে হয় একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। অতিরিক্ত সময়ে ক্রিশ্চিয়ান এরিকসেনের অসাধারণ ডিরেক্ট ফ্রি-কিকে পরাস্ত হন মিলান গোলকিপার সিপ্রিয়ান তাতারাশানু। সেমি নিশ্চিত করে ইন্টার।দুই দল সেরি আতে আবারও মুখোমুখি হচ্ছে ২১ ফেব্রুয়ারি।

এ বিভাগের আরো খবর