করোনাভাইরাসের ধাক্কাটা ভালোমতই টের পেয়েছে ইউরোপের লিগগুলো। গত মৌসুমে খেলা তো বন্ধ ছিলই বেশ কয়েক মাস, খেলা শুরু হলেও তা হয়েছে ফাঁকা গ্যালারিতে। ফলে, টিকেট বিক্রি করে আয়ের উৎস বন্ধ ছিল একেবারে।
এটি ছাড়া আরও বেশ কিছু বিষয় মিলিয়ে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে ইউরোপে শীর্ষ ধনী ২০ ক্লাবের। ডেলওয়েট ফুটবল মানি লিগের এক জরিপে উঠে এসেছে, এই মৌসুম শেষ হতে হতে ক্লাবগুলোর ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যাবে ১৯ হাজার কোটি টাকা।
এই জরিপ অনুযায়ী, গত মৌসুমে এই ২০টি ক্লাব হারিয়েছে ১১ হাজার কোটি টাকার বেশি। এই ২০ ক্লাবের মধ্যে ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের।
গত মৌসুমে তার আগের মৌসুমের চেয়ে ১,৩৭১ কোটি টাকা কম আয় করেছে ক্লাবটি।
ক্ষতির তালিকায় তাদের পরেই আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। গত মৌসুমে সর্বোচ্চ প্রায় সাত হাজার কোটি টাকা আয় করেছে বার্সেলোনাই।
আগের মৌসুমে তার চেয়েও বেশি আয় করেছিল ক্লাবটি। করোনাভাইরাসের ধাক্কায় আয় কমেছে সবচেয়ে বেশি বার্সার। গত মৌসুমে বার্সেলোনা আয় কমে ১৩২৪ কোটি টাকা কম।
রিয়াল মাদ্রিদ এসময়ে বার্সেলোনার প্রায় সমান আয় করলেও তাদের ক্ষতির পরিমাণ তুলনামূলক কম। তারা হারিয়েছে ৪৭০ কোটি টাকা।
শীর্ষ ধনী ২০ ক্লাবের মধ্যে এই সময়ে আয় বেড়েছে শুধু জেনিত সেন্ট পিটার্সবার্গের। ২০১৮-১৯ মৌসুমে ১,৮৪৭ কোটি আয় করা ক্লাবটি ২০১৯-২০ মৌসুমে আয় করেছে ২,৪১০ কোটি টাকা।