বার্সেলোনার জার্সিতে ১৭ মৌসুম কাটিয়েছেন লিওনেল মেসি। করেছেন সাড়ে ছয়শর বেশি গোল । বিখ্যাত ব্লুগ্রানা জার্সি গায়ে জিতেছেন সব মিলিয়ে ৩৭টি শিরোপা। তারপরও তিনি না খেললেই না কি বেশি জেতে বার্সেলোনা!এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মেসিরই স্বদেশি সাবেক তারকা উগো অরলান্দো গাত্তি। সাবেক আর্জেন্টাইন এই গোলকিপার এখন স্পেনে থাকেন। কাজ করছেন ক্রীড়া বিশেষজ্ঞ হিসেবে।ক্রীড়া বিষয়ক দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী এক টিভি অনুষ্ঠানে মেসির না খেলাটাই বার্সেলোনার জন্য ভালো উল্লেখ করে গাত্তি বলেছেন, ‘যে ম্যাচে মেসি খেলে না বার্সেলোনা জেতে। কারণ তখন তারা অন্য শক্তিগুলোর উপর মনোযোগী হয়।’মেসির কড়া সমালোচক হিসেবে স্প্যানিশ মিডিয়ায় পরিচিতি আছে গাত্তির। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লাল কার্ড পাওয়ার পর যে দুই ম্যাচে খেলেননি মেসি সেই দুই ম্যাচে বার্সেলোনা জিতেছে।এই বিষয়টি দর্শকদের মনে করিয়ে দিয়ে গাত্তি আরও বলেন, ‘ফুটবলে জয়টাই বড় কথা। এর সঙ্গে ভালো খেলাটা বাড়তি পাওনা। মেসি না খেললেই বার্সেলোনার জয়টা আসে।’বিলবাওয়ের বিপক্ষে লাল কার্ড পেয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষ মেসির। দলের সঙ্গে অনুশীলনও করেছেন সোমবার।কোপা দেল রের শেষ ষোলর ম্যাচে বুধবার রায়ো ভায়েকানোর মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। সেই ম্যাচে মেসিকে নাও খেলাতে পারেন বার্সেলোনা বস রোনাল্ড কুমান।লা লিগায় সামনের রোববার বিলবাওয়ের বিপক্ষে নামছে বার্সা। ক্লাব অধিনায়ককে গুরুত্বপূর্ণ সেই ম্যাচে খেলাতে চান ডাচ ট্যাকটিশিয়ান।
‘মেসি না খেললেই বার্সেলোনা জেতে’
এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মেসিরই স্বদেশি সাবেক তারকা উগো অরলান্দো গাত্তি। সাবেক আর্জেন্টাইন এই গোলকিপার এখন স্পেনে থাকেন। কাজ করছেন ক্রীড়া বিশেষজ্ঞ হিসেবে।
-
ট্যাগ:
- মেসি
এ বিভাগের আরো খবর/p>