বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডি ইয়ং-পুজের গোলে বার্সার সহজ জয়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ জানুয়ারি, ২০২১ ২৩:৩৪

মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোল ও রিকি পুজের গোলে ২-০ গোলের সহজ জয় নিয়েই ফিরেছে কাতালানরা।

অধিনায়ক লিওনেল মেসি নিষেধাজ্ঞার জন্য নেই। আক্রমণে তার অভাবটা টের পেলেও সে জন্য এলচের মাঠে ভুগতে হয়নি বার্সেলোনাকে। মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোল ও রিকি পুজের গোলে ২-০ গোলের সহজ জয় নিয়ে ফিরেছে কাতালানরা।

এলচের মাঠে শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে বার্সেলোনা। তবে তাতে লাভ হয়নি। স্পষ্ট সুযোগ পায়নি তারা। সেটি আসে ৩৯ মিনিটে।

বাম প্রান্ত থেকে মার্টিন ব্র্যাথওয়েইটের ক্রস আঁতোয়া গ্রিজমানের কাছেই যাচ্ছিল, তবে বাধা দেন এলচে ডিফেন্ডার গনসালেস। তার পায়ে লেগে বল জালের দিকেই এগুচ্ছিল, শেষ মুহূর্তে পা ছুঁইয়ে বার্সেলোনাকে ১-০ গোলে এগিয়ে নেন ডি ইয়ং।

দ্বিতীয়ার্ধে সমতায় প্রায় ফিরেই গিয়েছিল এলচে। বার্সেলোনা ডিফেন্ডার অস্কার মিনগেসার ভুলে গোলকিপার মার্ক-আন্ড্রে টার স্টেগেনকে একা পান এমিলিয়ানো রিগোনি। জার্মান গোলকিপারের দারুণ সেভে সমতায় ফেরা হয়নি তাদের।

উসমান ডেম্বেলের বদলি হিসেবে নেমে দুটি দারুণ সুযোগ পেয়েছিলেন ফ্রানসেসকো ত্রিনকিয়াও। এলচে গোলকিপার এডগার বাদিয়ার দারুণ দুই সেভে বার্সেলোনার হয়ে প্রথম গোল করা হয়নি এই পর্তুগিজ তরুণের।

তারপরও দ্বিতীয় গোল ঠিকই খুঁজে নেয় বার্সেলোনা। ৮৯ মিনিটে দারুণভাবে ড্রিবল করে এলচের বক্সে ঢুকে নিখুঁত এক ক্রস করেন ডি ইয়ং। সেই ক্রস থেকে হেড করে বার্সেলোনার হয়ে নিজের প্রথম গোল আদায় করে নেন রিকি পুজ।

এই জয় দিয়ে ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লা লিগার তৃতীয় স্থান ধরে রাখল বার্সেলোনা। আর ১৮ ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে লিগে ১৯ নম্বরে আছে এলচে।

এ বিভাগের আরো খবর