বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই হেভিওয়েট দল যখন মুখোমুখি মাঠের লড়াইটা জমজমাট হওয়াটাই স্বাভাবিকভাবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তেমন উত্তেজনার ম্যাচ উপহার দিয়েছে শেখ রাসেল ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
লিগের তৃতীয় রাউন্ডের হাই-ভোল্টেজ ম্যাচটি শেষ হয় ১-১ গোলের ড্রয়ে। হারেনি কেউ জেতেনি কেউ। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
এর আগে লিগের দুই ম্যাচে জয় পায় সাইফুল বারি টিটুর শেখ রাসেল। আর প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করে দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পায় শন লেনের মোহামেডান।
জয়ের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জে মাঠে নামে টিটু বাহিনী। আর একটা জয়ে ফিরতে মরিয়া হয়ে মাঠে নামে শনের সাদা-কালো বাহিনী।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুরু হয় ম্যাচ। তবে প্রথম গোলের দেখা পেতে ম্যাচকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে।
পেনাল্টি থেকে মোহামেডানকে লিড এনে দেন সলোমন দায়াবাতে। এক গোলের লিড নিয়ে বিরতি যায় সাদা-কালোরা।
ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে লিড নেয়ার পর মোহামেডানের উদযাপন
দ্বিতীয়ার্ধে লিড আর ধরে রাখা সম্ভব হয়নি তাদের। ব্রাজিলিয়ান ফুটবলার লোপেজ রদ্রিগেজের গোলে ম্যাচের ৫৬ মিনিটে সমতায় ফেরে শেখ রাসেল।
গোল পরিশোধ করে শেখ রাসেলের উদযাপন
এর পর আর কেউ গোলের সন্ধান না পেরে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। পয়েন্ট ভাগাভাগির মধ্য দিয়ে শেষ হয় হাই-ভোল্টেজ ম্যাচ।
ড্রয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে শেখ রাসেল। আর দুই ড্র ও এক হারে পাঁচে নেমে গেছে মোহামেডান।