বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে নিজেদের প্রথম জয় তুলে নিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে তারা।
মুন্সিগঞ্জের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের প্রিমিয়ার লিগ অভিষেক ম্যাচে আরামবাগকে ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা এসকেসি। একমাত্র জয়সূচক গোলটি এসেছে মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড মেহেদী হাসান রয়েলের কাছ থেকে।
লিগে প্রথম ম্যাচে শেখ জামালের কাছে ২-১ গোলে হেরে আসর শুরু করে রাজা ইসার মুক্তিযোদ্ধা। অন্যদিকে প্রথম দুই ম্যাচে হারে সুব্রত ভট্টাচার্যের আরামবাগ।
লিগে প্রথম জয় পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে দুই দল।
প্রথমার্ধ গোলশূন্য নিয়ে বিরতিতে যায় ম্যাচ। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় ম্যাচের ডেডলক ভাঙে মুক্তিযোদ্ধা। ইয়ামৌসা চামারার ক্রস থেকে বল জালে জড়িয়ে মুক্তিযোদ্ধাকে লিড এনে দেন মেহেদী হাসান রয়েল।
তার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা। লিগে এটা তাদের প্রথম জয়। অন্যদিকে টানা তিন ম্যাচে হারের স্বাদ পেয়েছে আরামবাগ।
এ জয়ে লিগের টেবিলে তিন পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে মুক্তিযোদ্ধা। আর তিন ম্যাচে হেরে কোনও পয়েন্ট না পাওয়া আরামবাগ আছে তলানিতে।