আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নব্বই দশকের অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন তিনি। ইউরোপ কাঁপিয়েছেন পারমা, ইন্টারনাৎসিওনাল, মিলানের মতো ক্লাবের হয়ে। আর্জেন্টিনা ও ইউরোপিয়ান ফুটবলের বড় নাম হিসেবেই খেলোয়াড়ি জীবন শেষ করেন এর্নান ক্রেসপো।২০১৫ সালে শুরু করেন কোচিং ক্যারিয়ার। পারমার যুব দলের প্রশিক্ষক হিসেবে শুরু করে ইতালির দ্বিতীয় বিভাগের ক্লাব মোদেনাকে কোচিং করান এক বছর। এরপর চলে আসেন নিজ দেশ আর্জেন্টিনায়।বুয়েনোস আইরেসের ক্লাব বেনফিল্ডের দায়িত্ব নেন ২০১৮ সালে। দুই মৌসুম তাদের সঙ্গে থাকার পর গত বছর চলে আসেন দিফেনসা ই হুস্তিসিয়ায়।বোকা জুনিয়র্স, রিভার প্লেট, নিউওয়েলস ওল্ড বয়েজ বা ইন্দিপেনদিয়েন্তের মতো বিখ্যাত ক্লাবের ভিড়ে এত দিন অচেনাই ছিল দিফেনসা। ঘরোয়া ফুটবলে উল্লেখযোগ্য কোনো সাফল্য না পাওয়া ক্লাবটি ক্রেসপোর কারণেই হঠাৎ লাইমলাইটে।২০২০ সালের কোপা সুদামেরিকানার শিরোপা জিতে নিয়েছে দিফেনসা। দক্ষিণ আমেরিকান ফুটবলের দ্বিতীয় সেরা মহাদেশীয় ট্রফি এটি। স্বদেশি ক্লাব লানুসকে ৩-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের ক্লাব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা জিতে নেয় দিফেনসা। ক্লাব ও নিজের ক্যারিয়ারের প্রথম শিরোপা জেতায় উচ্ছ্বসিত ক্রেসপো।শিরোপা জেতায় তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে লাতিন ফুটবলে। দিফেনসায় পরের মৌসুমে থাকছেন কি না ক্রেসপো এমন প্রশ্নের জবাবে সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার বলেন, ‘আমি এখন আপাতত দিফেন্সার সঙ্গেই আছি। এই শহরেই আছি।’আর্জেন্টিনার বড় তিন ক্লাব সান লরেনসো, রাসিং ও ইন্দিপেনদিয়েনতে তাকে দলে ভেড়াতে চায় শিগগিরই। ডাক আসছে ইতালিয়ান সেরি আ থেকেও। রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের মতো হেভিওয়েটদের সঙ্গেও দেখা যেতে পারে এমন খবর আসছে ট্যাবলয়েডগুলোতে।দিফেনসার সঙ্গে কোপা সুদামেরিকানা পর্যন্ত চুক্তি ছিল ক্রেসপোর। ট্রফি জিতে সাফল্য এনে দেয়া এই কোচ বড় ক্লাবে চলে যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি।‘বড় কোনো দক্ষিন আমেরিকান ক্লাব বা ইউরোপের কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হতে চাই। রিয়াল মাদ্রিদের মতো কেউ ডাকলে তো বসে থাকতে পারি না,’ গত সপ্তাহে আর্জেন্টিনার টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে বলেন ক্রেসপো।
ম্যানেজার ক্রেসপোর প্রথম শিরোপা
২০২০ সালের কোপা সুদামেরিকানার শিরোপা জিতে নিয়েছে দিফেনসা। দক্ষিণ আমেরিকান ফুটবলের দ্বিতীয় সেরা মহাদেশীয় ট্রফি এটি।
স্বদেশি ক্লাব লানুসকে ৩-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের ক্লাব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা জিতে নেয় দিফেনসা। ক্লাব ও নিজের ক্যারিয়ারের প্রথম শিরোপা জেতায় উচ্ছ্বসিত ক্রেসপো।
-
ট্যাগ:
- ক্রেসপো
এ বিভাগের আরো খবর/p>