সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ পর জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কারিম বেনজেমা ও ইডেন অ্যাজারের নৈপুণ্যে শনিবার রাতে দেপোর্তিভো আলাভেসকে ৪-১ গোলে উড়িয়ে দেয় চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেন বেনজেমা। গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট ছিল অ্যাজারের।২০১৯ সালে চেলসি ছেড়ে রিয়ালে যোগ দেয়ার পর থেকেই নিজের নাম ও দামের প্রতি সুবিচার করতে পারেননি অ্যাজার। দেড় বছরে মাত্র ২৩টি ম্যাচ খেলেছেন ১০০ মিলিয়ন ইউরোতে মাদ্রিদে আশা এই বেলজিয়ান। যার ফলে ছিটকে যান মূল একাদশ থেকে।আলাভেসের মাঠে তাকে শুরুর একাদশে রাখেন জিদানে। কোচের আস্থার প্রতিদান দারুণ দিয়েছেন এই ফরোয়ার্ড। পুরো ম্যাচে তিনি-ই ছিলেন রিয়ালের আক্রমনভাগের চালিকা শক্তি।বেনজেমা-অ্যাজারের আক্রমণে শুরুতেই এলোমেলো হয়ে পড়ে আলাভেস। কর্নার থেকে নিখুঁত হেডে কাসেমিরো অতিথিদের এগিয়ে দেন ১৫ মিনিটে।শুরুতে গোল পেয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পায় লিগে ওসাসুনার সঙ্গে ড্রয়ের পর সুপার কাপ ও কোপা দেল রেতে ম্যাচ হেরে যাওয়া রিয়াল।লস ব্লাঙ্কোস নিজেদের লিড দ্বিগুণ করে ৪১ মিনিটে। বক্সে অ্যাজারের ব্যাকহিল থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা।বিরতির ঠিক আগে স্কোরশিটে নাম ওঠান অ্যাজার। আলাভেসের অফসাইডের ফাঁদকে ফাঁকি দিয়ে অ্যাজারকে বল বাড়ান টনি ক্রুস। স্কোরলাইন ৩-০ বানাতে ভুল করেননি বেলজিয়ান তারকা।দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ঘরের দল। ফ্রি-কিক থেকে হোসেলুর হেডার আলাভেসকে এনে দেয় সান্ত্বনার গোল। ম্যাচে অবশ্য কোনো প্রভাব ফেলেনি সেটি।উল্টো ৭০ মিনিটে চতুর্থ গোল হজম করে তারা। লুকা মডরিচের অ্যাসিস্ট থেকে দলের ৪-১ গোলের জয় নিশ্চিত করেন বেনজেমা।জয়ের পাশাপাশি রিয়াল ক্যাম্পে স্বস্তি ছিল অ্যাজারের ফর্মে ফেরা। ম্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসিয়েছেন জোড়া গোল করা বেনজেমা। চেলসির অ্যাজারকে ভুলে সমর্থকদের রিয়ালের অ্যাজারকে মনে রাখার পরামর্শ তার।‘চেলসির সঙ্গে ইডেন অ্যাজারের গল্প ছিল আলাদা। এখানে সে ভিন্ন ইতিহাস তৈরি করছে। তার জন্য একটা ভালো দিন ছিল। আমরা সবসময়ই তার কাছ থেকে সেরাটা চাই,’ ম্যাচ শেষে লা লিগা টিভিকে বলেন বেনজেমা।এই জয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকল রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তারা আছে দুই নম্বরে। ৪৪ পয়েন্ট পাওয়া আতলেতিকো মাদ্রিদ আছে শীর্ষে। তারা ম্যাচ খেলেছে ১৭টি।
রিয়ালকে জেতালেন অ্যাজার-বেনজেমা
কারিম বেনজেমা ও ইডেন অ্যাজারের নৈপুণ্যে শনিবার রাতে দেপোর্তিভো আলাভেসকে ৪-১ গোলে উড়িয়ে দেয় চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেন বেনজেমা। গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট ছিল অ্যাজারের।
-
ট্যাগ:
- রিয়াল মাদ্রিদ
এ বিভাগের আরো খবর/p>