বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় ফুটবল দেখতে উপচে পড়া দর্শক

  •    
  • ২৩ জানুয়ারি, ২০২১ ২০:৪১

মুহূর্মুহূ স্লোগোন ও করতালিতে গোটা স্টেডিয়াম এলাকায় উৎসবের আমেজ দেখা যায়। বাঁশি ঢোল নিয়ে পুরো ৯০ মিনিট উদ্বেলিত থাকে দর্শকরা।

ম্যাচ শুরু হতে তখনও আধা ঘণ্টা বাকী। তার আগেই সামাজিক দূরত্ব মেনে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের ভিড়। গায়ে প্রিয় দলের জার্সি। পুরোটা সময় দর্শকদের উৎসবের মধ্য দিয়ে শেষ হয় ম্যাচ।

শনিবার দুপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বসুন্ধরা কিংস-ব্রাদার্স ইউনিয়ন ম্যাচকে সামনে রেখে দর্শকে ভরে ওঠে কুমিল্লার ময়দান।

ব্রাজিলিয়ান রবসন রবিনিয়োর ম্যাজিকে ১-০ গোলে জয় পায় কিংস। লাতিন ছন্দে মেতে ওঠেন দর্শকরা।

তাদের মুহূর্মুহূ স্লোগান ও করতালিতে গোটা স্টেডিয়াম এলাকায় উৎসবের আমেজ দেখা যায়। বাঁশি ঢোল নিয়ে পুরো ৯০ মিনিট উদ্বেলিত থাকেন তারা।

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলা দেখতে আসেন রাকিবুল হাসান। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

খেলা শেষে রাকিবুল হাসান বলেন, 'খেলার জন্য চমৎকার আয়োজন করা হয়েছে। কুমিল্লা স্টেডিয়ামে বসে বসুন্ধরা কিংস বনাম ব্রাদার্স এর খেলা দেখতে পারব কখনই কল্পনা করি নাই।'

খেলা দেখতে জেলার দাউদকান্দি উপজেলা থেকে এসেছেন আবু কাউছার। স্টেয়িাম থেকে দাউদকান্দির দূরত্ব প্রায় ৩৫ কি: মি।

তিনি বলেন, 'নিজ জেলার স্টেডিয়ামে বসে জাতীয় ক্লাবের খেলা দেখবো না তা কী করে হয়।'

আবু কাউছার জানান, ফুটবলের প্রতি তার ভীষণ টান। আবু কাউছার রড সিমেন্টের ব্যবসা করেন। তবে সুযোগ পেলেই ঢাকায় গিয়ে স্টেডিয়ামে বসে খেলা দেখেন। তবে নিজ জেলায় এমন আয়োজন হওয়ায় গত পরশু থেকে আজকে পর্যন্ত কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া তিনটি খেলাই তিনি দেখেছেন।

মেসির ভক্ত আবু কাউছার টিভিতে রাত জেগে ক্লাব ফুটবল বার্সোলোনার খেলা দেখেন।

ফুটপাতে কাপড় বিক্রি করেন মোঃ কবির হোসেন। নগরীর রাজগঞ্জ এলাকায় তার দোকান। তবে শনিবার দুপুরে দোকানে পলিথিন টানিয়ে চলে আসেন। তার পাশের দোকানীকে বলেন ঘণ্টা দেড়েক পরে আসবেন। বেলা আড়াইটার আগে স্টেডিয়ামে চলে আসেন। পুরো খেলাটি দেখেন।

কবির হোসেন বলেন, তিনি নিজেও ভালো ফুটবল খেলতেন। এখন বয়স হয়েছে। এছাড়াও সংসারের অন্ন সংস্থান করতে হয়। টিভিতে খেলা দেখেন নিয়মিত। তবে কখনোও স্টেডিয়ামে বসে খেলা দেখা হয় নি।

তবে আজ শনিবার সুযোগ পেয়ে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চলে আসেন। বসুন্ধরা কিংস-বনাম ব্রাদার্স ইউনিয়নের খেলা দেখে খুবই আনন্দ পেয়েছেন। কবির হোসেন জয়-পরাজয় নিয়ে কথা বলেননি। স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পেয়েছেন এটাই তার কাছে খুব ভালো লেগেছে।

স্টেডিয়ামটি এবার হোম ভেন্যু হিসেবে নিয়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডান। আজকের খেলাটি উদ্বোধনী করেন সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও বাংলাদেশ ফুটবল ফেডারশেন সভাপতি কাজী সালাউদ্দিন।

এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুর আহসান ফারুক রোমেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর