বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জুয়েল জেতালেন আবাহনীকে

  •    
  • ২৩ জানুয়ারি, ২০২১ ১৮:০৯

ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত আবাহনীকে আটকে রাখে রহমতগঞ্জ। শেষ রক্ষা হয়নি তাদের। বদলি হিসেবে ম্যাচের ডেডলক ভাঙেন জুয়েল রানা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচেও জয়রথ অব্যাহত রেখেছে ঢাকা আবাহনী। জুয়েল রানার একমাত্র গোলে রহমতগঞ্জ এমএফসিকে হারায় আকাশি-হলুদরা। টানা তিন জয়ে পয়েন্ট টেবিলে বসুন্ধরা কিংসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সবচেয়ে বেশিবারের লিগ চ্যাম্পিয়নরা।

বঙ্গবন্ধু ‍জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জকে ১-০ গোলে হারায় ঢাকা আবাহনী। বদলি হিসেবে নেমে আবাহনীর জয়সূচক গোলটি করেন জুয়েল রানা।

লিগের প্রথম দুই ম্যাচে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় আবাহনী। উত্তর বারিধারার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি হারায় তারা। কিংসের সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার শীতল যুদ্ধে তৃতীয় ম্যাচের জয়ের বিকল্প ছিল না মারিও লেমসের শিষ্যদের।

তৃতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে ধানমন্ডির জায়ান্টরা। পুরান ঢাকার দলটি সাইফকে রুখে দেয় প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলের কাছে হেরে আবাহনীকে চমকে দেয়ার অপেক্ষায় ছিল জায়ান্ট কিলাররা।

ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত আবাহনীকে আটকে রাখে রহমতগঞ্জ। শেষ রক্ষা হয়নি তাদের। বদলি হিসেবে ম্যাচের ডেডলক ভাঙেন জুয়েল রানা।

বল দখলের লড়াইয়ে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ এমএফসি। ছবি: বাফুফে

আফগানিস্তানের মাসিহ সাইঘানির কাছ থেকে পাস পেয়ে বল জালে জড়িয়ে আবাহনী সমর্থকদের উদযাপনের মুহূর্ত উপহার দেন স্থানীয় ফরোয়ার্ড।

তার একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে মারিও লেমসের আবাহনী। টানা দ্বিতীয় হারের স্বাদ পায় সৈয়দ জিলানির রহমতগঞ্জ।

টানা তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে আবাহনী। গোল ব্যবধানে শীর্ষে আছে কিংস। আর এক ড্র ও দুই হারে আটে নেমে গেল রহমতগঞ্জ।

এ বিভাগের আরো খবর