এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে হোম ভেন্যু বানিয়েছে বসুন্ধরা কিংস। নতুন ঘরে জয় দিয়ে শুরু করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। আর কিংসের কাছে হেরে টানা তিন ম্যাচ হেরেছে ব্রাদার্স ইউনিয়ন।
ব্রাজিলিয়ান রবসন রবিনিয়োর গোলে জয়ের ধারা অব্যাহত রাখে কিংস। শুক্রবার দিনের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে তারা।
এর আগে লিগে প্রথম দুই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস। প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি ও দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারাকে হারিয়ে নিজেদের ছন্দ ধরে রাখে তারা।
শক্তিমত্তায় লিগের অন্যতম দুর্বল দল ব্রাদার্সের বিপক্ষে আধিপত্য বজায় রেখে খেলে কিংস। তারপরও কিংসকে প্রথমার্ধে গোল করা থেকে বিরত রাখে ব্রাদার্স।
হোম ভেন্যু কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস। ছবি:বাফুফে
দ্বিতীয়ার্ধে এসে ম্যাচের ডেডলক ভাঙে কিংস। ৬৩ মিনিটে বাম প্রান্ত থেকে মোহাম্মদ ইব্রাহিমের ক্রস থেকে বল জালে জড়িয়ে সমর্থকদের উল্লাসে মাতান রবসন রবিনিয়ো। ম্যাচের জয়সূচক গোলের লিগে কিংসের জার্সিতে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন এই ব্রাজিলিয়ান।
স্টেডিয়াম পরিদর্শনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। ছবি: বাফুফে
এর পরে আর ফেরা হয়নি ব্রাদার্সের। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কিংস। আর তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। টানা তিন হারে টেবিলের তলানীতে ব্রাদার্স।