ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর প্রায় দুই মাস পরও থামছে না তাকে ঘিরে বিতর্ক। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের সাবেক বান্ধবী ও তার সন্তানের মা ভেরোনিকা ওহেদা অভিযোগ করেন মৃত্যুর পরও ম্যারাডোনার ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন তার আরেক বান্ধবী।ম্যারাডোনার বান্ধবী রোসিও অলিভার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন ওহেদা। তার আইনজীবীর বরাত দিয়ে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান এক প্রতিবেদনে জানায়, ‘ম্যারাডোনার মৃত্যুর বেশ কিছু দিন পরও রোসিওর কার্ডে খরচের তালিকা পাওয়া গেছে। অনেক বেশি টাকা খরচ করেছেন বলে আমরা জানতে পেরেছি। আমাদের ধারণা পরিস্থিতির সুযোগ নিয়ে সে কার্ড বন্ধ হওয়া পর্যন্ত কার্ডে খরচ করেছে।’আর্জেন্টাইন স্থানীয় টেলিভিশন চ্যানেলে রোসিওর কড়া সমালোচনা করেন ৪৩ বছর বয়সী ওহেদা। বলেন, ‘২০১৩ সালে ছাড়াছাড়ি হওয়ার পর আমি ডিয়েগোকে তিন মিলিয়ন ডলার ফেরত দিয়েছি। ওলিভিয়া কিছুই ফেরত দেয়নি। সবই রেখে দিয়েছে।’এইসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রোসিও। বলেন, ‘ডিয়েগো মারা যাওয়ার পর আমি কার্ড ব্যবহার করেছি এই বিষয়টি মিথ্যা। আর ভেরোনিকা তিন মিলিয়ন ডলার ফেরত দেয়নি। সে ওই অ্যাকাউন্ট ছেড়ে দেয়ার একটা কাগজে সই করেছিল মাত্র।’২০১৩ সালে ওহেদার গর্ভে তার ছেলে দিয়েগো ফার্নান্দোর জন্মগ্রহণ করার পর তার পিতৃত্ব স্বীকার করে নেন ম্যারাডোনা।কিংবদন্তি ফুটবলারের সবশেষ বান্ধবী ছিলেন রোসিও অলিভা। তাদের কোনো সন্তান নেই। রোসিওর সঙ্গে জীবিত অবস্থায় ম্যারাডোনার সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে রোসিওর বিরুদ্ধে ঘড়ি ও গহনা চুরির অভিযোগ এনে ইন্টারপোলের কাছে তাকে গ্রেফতার করার অনুরোধ জানান ম্যারাডোনা।
ম্যারাডোনার কার্ড ব্যবহার করেছেন বান্ধবী
আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের সাবেক বান্ধবী ও তার সন্তানের মা ভেরোনিকা ওহেদা অভিযোগ করেন মৃত্যুর পরও ম্যারাডোনার ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন তার আরেক বান্ধবী।
-
ট্যাগ:
- ম্যারাডোনা
এ বিভাগের আরো খবর/p>