বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসির নিষেধাজ্ঞা বহাল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ জানুয়ারি, ২০২১ ১৩:৫৯

রোববার লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচে নামতে পারছেন না মেসি। এর আগে কোপা দেল রেতে করনেয়ার বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লাল কার্ড পেয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান লিওনেল মেসি। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে নিষেধাজ্ঞা কমানোর আবেদনও করে বার্সেলোনা। কিন্তু তাদের আবেদনে সাড়া দেয়নি অ্যাসোসিয়েশন।ফলে, রোববার লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচে নামতে পারছেন না মেসি। এর আগে কোপা দেল রেতে করনেয়ার বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার।বার্সেলোনা এই বিবৃতিতে মেসির না খেলার বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাব ওয়েবসাইটে তারা জানায়, ‘ স্প্যানিশ সুপার কাপে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে পাওয়া লাল কার্ডের কারণে লিওনেল মেসির দুই ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সেলোনার করা আবেদন খারিজ করে দিয়েছে স্প্যানিশ এফএ। যে কারণে রোববার এলচের বিপক্ষে লা লিগার ম্যাচে থাকছেন না এই আর্জেন্টাইন’।বার্সেলোনার হয়ে ৭৫৩ ম্যাচে লম্বা ক্যারিয়ারে একবারই লাল কার্ড পান মেসি। সুপার কাপের ফাইনালের শেষ মুহূর্তে বিলবাওয়ের আসিয়ের ভিয়ালিবরেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি।ক্যারিয়ারে মোট তিনবার লাল কার্ড পেয়েছেন মেসি। বার্সেলোনার হয়ে দেখার আগে আর্জেন্টিনার জার্সি গায়ে দুইবার লাল কার্ড দেখেন এই মহাতারকা।বার্সেলোনার হয়ে নিষেধাজ্ঞা শেষে কোপা দেল রের শেষ ষোলর ম্যাচে দেখা যেতে পারে মেসিকে। বুধবার টুর্নামেন্টে রায়ো ভায়েকানোর বিপক্ষে নামছে বার্সেলোনা।ভায়েকানোর বিপক্ষে মেসিকে বিশ্রাম দিতে পারেন বার্সেলোনা কোচ রোনালড কুমান। কারণ তার তিন দিন পরই বিলবাওকে নিজ মাঠে মোকাবিলা করবে বার্সা। সেই ম্যাচে টানা ম্যাচ খেলার ধকল সামলে চাঙ্গা হয়ে ওঠা মেসিকে চান কুমান।

এ বিভাগের আরো খবর