বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অতিরিক্ত সময়ে করনেয়াকে হারাল অগোছালো বার্সেলোনা

  •    
  • ২২ জানুয়ারি, ২০২১ ১১:১৮

৯০ মিনিটের পর উসমান ডেম্বলে ও মার্টিন ব্র্যাথওয়েইটের গোলে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বার্সেলোনা।

লিওনেল মেসিকে ছাড়া মাঠে নেমে কোপা দেল রের শেষ ১৬-তে পৌঁছে গেছে বার্সেলোনা। তৃতীয় বিভাগের দল করনেয়ার বিপক্ষে অবশ্য জয়টা সহজে আসেনি তাদের। তৃতীয় বিভাগের দলটির বিপক্ষে ম্যাচ নিশ্চিত করতে অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কাতালান জায়ান্টদের।৯০ মিনিটের পর উসমান ডেম্বলে ও মার্টিন ব্র্যাথওয়েইটের গোলে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বার্সেলোনা।নির্ধারিত সময়ে একেবারেই গোছানো ফুটবল খেলতে পারেনি রোববার স্প্যানিশ সুপার কাপের শিরোপা খোয়ানো বার্সেলোনা।ওই ম্যাচে লাল কার্ড পাওয়ার দুই ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন মেসি। নিজেদের তালিসমানকে ছাড়া ছন্নছাড়া ছিল ব্লুগ্রানার মাঝমাঠ।বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে করনেয়ার বিপক্ষে সাতটি বদল করেন বার্সা বস রোনালড কুমান। ফ্রাংকি ডি ইয়ং ও হোর্দি আলবাকে বিশ্রামে রাখেন এই ডাচ ট্যাকটিশিয়ান।অভিষেক হয় অ্যাকাডেমির ১৮ বছর বয়সী ইলাইশ মোরিবার। এছাড়াও ছিলেন রিকি পুজ, ফ্রান্সিসকো ত্রিনকিয়াওয়ের মতো অনিয়মিতরা।অনভিজ্ঞ দল নিয়ে শুরু থেকে বিবর্ণ ফুটবল খেলে বার্সেলোনা। পেনাল্টিও মিস করে দুটি।৩৮ মিনিটে এস্তেয়েস ফার্নান্দেস নিজেদের বক্সে ফাউল করেন বার্সেলোনার রোনালড আরাউহোকে। রেফারি পেনাল্টি বাঁশি বাজালে বার্সা সুযোগ পায় এগিয়ে যাওয়ার। তবে, স্পট থেকে ব্যর্থ হন মিরালেম পিয়ানিচ।বার্সেলোনা দ্বিতীয় পেনাল্টি পায় ৭৮ মিনিটে। এবারে ক্লেমঁ লংলেকে ফাউল করেন করনেয়া ডিফেন্ডার পল মরেনো। রেফারির নির্দেশে আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। এবারে স্পট থেকে মিস করেন ডেম্বলে।দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে শেষ ১০ মিনিটে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি বার্সা। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ক্লাব ইতিহাসে প্রথমবার টানা তিন ম্যাচে অতিরিক্ত সময় খেলেছে বার্সেলোনা।এই ম্যাচের আগে সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনালে রিয়াল সোসিয়েদাদ ও আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ১২০ মিনিট খেলে বার্সা।পেনাল্টি মিস করা ডেম্বলের গোলেই ভাঙ্গে ম্যাচের ডেডলক। পেদ্রির অ্যাসিস্ট থেকে জোরালো শটে বার্সেলোনাকে এগিয়ে দেন এই ফঁরাসি স্ট্রাইকার।ম্যাচভাগ্য নিশ্চিত করতে ঘড়ির কাটায় দুই ঘণ্টা সময় নেয় বার্সেলোনা। এবারও কারিগর ছিলেন পেদ্রি। ১২০ মিনিটে তার বাড়ানো বলে ম্যাচ জয় নিশ্চিত করেন ব্র্যাথওয়েইট।বার্সেলোনার পরের ম্যাচ লা লিগায় এলচের বিপক্ষে রোববার। মেসিকে ছাড়া আবারও তাদের নামতে হবে প্রতিপক্ষের মাঠে।

এ বিভাগের আরো খবর