বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সর্বোচ্চ অফিসিয়াল গোল এখন রোনালডোর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ জানুয়ারি, ২০২১ ১৪:০৩

রেকর্ড ৭৬০ গোলের ৬৫৮টি রোনালডো করেছেন ক্লাব ক্যারিয়ারে। বাকি ১০২টি পর্তুগালের হয়ে।

পেলের ৭৫৭টি অফিসিয়াল গোলের রেকর্ড ভেঙেছিলেন আগেই। সামনে ছিলেন জোসেফ বিকান। অস্ট্রিয়ান এই স্ট্রাইকারের গোল ছিল ৭৫৯টি।

ইতালিয়ান সুপার কাপের ফাইনালে নাপোলির বিপক্ষে গোল করে সেই রেকর্ডও ভাঙলেন ক্রিস্টিয়ানো রোনালডো। তার এবং আলভারো মোরাতার গোলে নাপোলিকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপ জিতে নিয়েছে ইউভেন্তাস। আন্দ্রেয়া পিরলোর অধীনে এটিই প্রথম শিরোপা তুরিনের বুড়িদের।

এই ৭৬০ গোলের ৬৫৮টি রোনালডো করেছেন ক্লাব ক্যারিয়ারে। বাকি ১০২টি পর্তুগালের হয়ে।

ক্লাব ক্যারিয়ারে ৬৫৮ গোলের মধ্যে ৪৫০টি করেছেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে। ৮৫ ও ১১৮ গোল করেছেন যথাক্রমে ইউভেন্তাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। পাঁচটি গোল করেছেন শৈশবের ক্লাব স্পোর্টিং ক্লাব পর্তুগালের হয়ে।

নাপোলির বিপক্ষে ম্যাচের ৬৪তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন রোনালডো। ৮০ মিনিটে পেনাল্টি থেকে লরেঞ্জো ইনসিনিয়ে নাপোলিকে সমতায় ফেরানোর সুযোগ পেলেও বাইরে মারেন তিনি।

যোগ করা সময়ের শেষ মুহূর্তে মোরাতার গোলে জয় নিশ্চিত করে ইউভেন্তাস।

এ বিভাগের আরো খবর