বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তৃতীয় ডিভিশনের দল বিদায় করল রিয়ালকে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ জানুয়ারি, ২০২১ ১২:৫০

তৃতীয় ডিভিশনের দল আলকোয়ানোর কাছে ২-১ ব্যবধানে হেরে কোপা দেল রে থেকে ছিটকে গেছে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

স্পেনের ঘরোয়া টুর্নামেন্ট কোপা দেল রে একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে। আগের রাউন্ডে তৃতীয় ডিভিশনের দল কর্নেয়ার কাছে হেরে বাদ পড়েছিল আতলেতিকো মাদ্রিদ।

এবার অঘটনের শিকার রিয়াল মাদ্রিদ। তৃতীয় ডিভিশনের আরেক দল আলকোয়ানোর কাছে ২-১ ব্যবধানে হেরে ছিটকে গেছে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

তৃতীয় বিভাগের দলের বিপক্ষে খেলা, তাই দুর্বল দলই মাঠে নামিয়েছিলেন জিনেদিন জিদান। এডার মিলিতাওয়ের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করায় সেই সিদ্ধান্ত সঠিকই মনে হচ্ছিল।

কিন্তু বাধ সাধেন হোসে সোলবেস। র‍্যামন লোপেজের পাস থেকে গোল করে আলকোয়ানোকে সমতায় ফেরান এই স্প্যানিশ ডিফেন্ডার।

৯০ মিনিট শেষে ১-১ এর সমতা থাকলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। এর আগে করিম বেনজেমা ও মার্কো এসেন্সিওকে বদলি হিসেবে মাঠে নামানো জিদান এরপর অতিরিক্ত সময়ে আলভারো অদ্রিওজোলা এবং ইস্কোর বদলি হিসেবে নামান এডেন অ্যাজার ও টনি ক্রুসকে।

কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। এমনকি আলকোয়ানোর প্রথম গোলে অ্যাসিস্ট করা র‍্যামন লোপেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেও লাভ হয়নি রিয়ালের।

অতিরিক্ত সময়ের ২৫ মিনিটে আলি দিয়াকিতের পাস থেকে হুয়ানা ক্যাসানোভা গোল করে এগিয়ে নেন তৃতীয় বিভাগের দলটিকে।

শেষ পাঁচ মিনিটে আর গোল দিতে না পারায় তাই কোপা দেল রে শিরোপাকে এ বছরের মত জানাতে হয় বিদায়।

ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন আলকোয়ানো গোলকিপার হোসে হুয়ান। দশটি সেভ করে রিয়ালকে এক গোলের বেশি করতে দেননি এই স্প্যানিশ গোলকিপার।

রিয়াল এবং আতলেতিকো বাদ পড়ায় লা লিগার শীর্ষ তিন দলের মধ্যে কোপা দেল রে তে টিকে রইলো শুধু বার্সেলোনা। বৃহস্পতিবার তারা মুখোমুখি হবে আতলেতিকোর ঘাতক কর্নেয়ার।

এ বিভাগের আরো খবর