বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউয়েফার বর্ষসেরা দলে মেসি-নেইমার-রোনালডো

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ জানুয়ারি, ২০২১ ১৮:১০

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলা বায়ার্ন মিউনিখের প্লেয়ারদের জয়জয়কার এই দলে। মোট চারজন আছেন এ দলে। জার্মানদের চ্যাম্পিয়নদের গোলকিপার ম্যানুয়েল ন্যয়ার, দুই ডিফেন্ডার ইয়োশুয়া কিমিচ ও আলফানসো ডেভিস এবং আক্রমণভাগে লেভানডোভস্কি আছেন এই দলে।

সমর্থকদের ভোটে বর্ষসেরা দল ঘোষণা ইউয়েফা। সেরা ১১ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন সময়ের তিন সেরা ফুটবলার লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও ক্রিস্টিয়ানো রোনালডো।

বুধবার ২০২০ সালের বর্ষসেরা দল ঘোষণা করে ইউয়েফা। গোলকিপার থেকে শুরু করে আক্রমণভাগের মোট ১১জন ফুটবলার আছেন এই স্কোয়াডে।

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলা বায়ার্ন মিউনিখের প্লেয়ারদের জয়জয়কার এই দলে। মোট চারজন আছেন এ দলে। জার্মানদের চ্যাম্পিয়নদের গোলকিপার ম্যানুয়েল ন্যয়ার, দুই ডিফেন্ডার ইয়োশুয়া কিমিচ ও আলফানসো ডেভিস এবং আক্রমণভাগে লেভানডোভস্কি আছে এই দলে।

সময়ের সেরা তিন ফুটবলার বার্সেলোনার আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি, পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার ও ইউভেন্তাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালডো আছেন বর্ষসেরা দলে।

রক্ষণে বায়ার্নের দুই ডিফেন্ডার ছাড়াও লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও রিয়াল মাদ্রিদের স্প্যানিশ তারকা সার্হিও রামোস আছেন দলে।

মাঝমাঠে ডানে লিভারপুলের থিয়াগো আলকানতারা, বামে ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন ও মাঝখানে মেসি জায়গা করে নেন।

এ বিভাগের আরো খবর