বার্সেলোনার হয়ে ক্যারিয়ারে প্রথমবারের মত লাল কার্ড পাওয়ার শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছে লিওনেল মেসি। রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে আথলেতিক বিলবাওয়ের আসিয়ের ভিয়ালিব্রেকে আঘাত করে লাল কার্ড দেখেন আর্জেন্টাইন সুপারস্টার।
বিলবাও ৩-২ গোলে ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নেয়। বার্সেলোনার সিনিয়র দলের হয়ে ১৭ বছরে ৭৫৩ ম্যাচ খেলা মেসির জন্য সেটিই প্রথম লাল কার্ড। এর আগে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে দুটি লাল কার্ড পান তিনি।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তে ছয়বারের ব্যালন ডঅর জয়ীকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। শাস্তির বিপক্ষে আপিল করবে বলে জানায় বার্সেলোনা।
দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় মেসি বৃহস্পতিবার কোপা ডেল রেতে তৃতীয় বিভাগের দল করনেয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ও রোববার লা লিগায় এলচের বিপক্ষে খেলতে পারবেন না।