বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চেলসিকে হারিয়ে শীর্ষে লেস্টার

  •    
  • ২০ জানুয়ারি, ২০২১ ১১:০৭

চেলসিকে ২-০ গোলে হারায় সাবেক চ্যাম্পিয়নরা। লেস্টারের হয়ে ম্যাচে গোল আসে উইলফ্রেড এনডিডি ও জেমস ম্যাডিসনের পা থেকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন জয়ে শীর্ষে পৌঁছেছে লেস্টার সিটি। মঙ্গলবার রাতে চেলসিকে ২-০ গোলে হারায় সাবেক চ্যাম্পিয়নরা। লেস্টারের হয়ে ম্যাচে গোল আসে উইলফ্রেড এনডিডি ও জেমস ম্যাডিসনের পা থেকে।নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে নামার আগে লেস্টার ছিল উড়ন্ত ফর্মে। টানা চার ম্যাচে অপরাজিত ও টানা দুই ম্যাচে জয়। চেলসি ক্যাম্পে ছিল বিপরীত চিত্র। নিজেদের খেলা শেষ চার ম্যাচে দুই হার ও এক ড্র ব্লুদের।বাজে ফর্মের কারণে চাপে থাকা চেলসি বস ফ্র্যাংক ল্যাম্পার্ডের উপর চাপ বহুগুণে বেড়ে যায় ম্যাচের শুরুতেই। ৫ মিনিটে ডান দিক থেকে নেয়া শর্ট কর্নারের বল বক্সে পেয়ে যান হার্ভি বার্নস। তার অ্যাসিস্ট থেকে জোরালো শটে দলকে এগিয়ে দিতে ভুল করেননি এনডিডি।গোল করার পর চেলসির উপর চাপ আরও বাড়িয়ে দেয় লেস্টার। ১৬ মিনিটের সময় আবারও এগিয়ে যেতে পারতো তারা। ম্যাডিসনের নেয়া শট বারে লেগে প্রতিহত হয়।মিনিট পাঁচেক পর চেলসি সুযোগ পায় ম্যাচে। কাছ থেকে নেয়া থিয়াগো সিলভার হেড রুখে দেন লেস্টার গোলকিপার ক্যাসপার স্মাইকেল।৩৮ মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া হয় চেলসি। জনি ইভানস নিজেদের বক্সে ফাউল করেন চেলসি ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পিউলিসিচকে। রেফারির প্রথমে পেনাল্টির নির্দেশ দিলেও পরে ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে তা বাতিল করে দেন।এর তিন মিনিট পরই নিশ্চিত হয় ম্যাচ ভাগ্য। মার্ক অলব্রাইটন বক্সে জেমি ভার্ডির উদ্দেশে পাস দেন। ভার্ডিকে চেলসি ডিফেন্ডার আন্টোনিও রুডিগার ফাউল করে সেই সুযোগে বল পেয়ে যান ম্যাডিসন। চেলসির জয় নিশ্চিত করতে কোনো ভুল করেননি তিনি।২-০ গোলের ব্যবধানেই প্রথমার্ধ শেষ করে চেলসি। পরের অর্ধেও তারা অক্ষত রাখে নিজেদের গোলপোস্ট। বিরতির পরও লেস্টারের খেলার ধার কমেনি। জেমস জাস্টিন সহজ সুযোগ হাতছাড়া করেন ৫০ মিনিটে। একেবারে কাছ থেকেও হেডে লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।চেলসি তেমন পরিস্কার সুযোগ তৈরি করতে পারেনি। ৮৮ মিনিটে টিমো ভের্নারের গোল ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি।২-০ গোলের জয় নিয়েই মাঠে ছাড়ে লেস্টার। নিশ্চিত করে নিজেদের শীর্ষস্থান।১৯ ম্যাচে ফক্সদের পয়েন্ট ৩৮। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩৭। তারা এক ম্যাচ কম খেলেছে। এই হারের পর চেলসি আছে আটে। ১৯ ম্যাচে তাদের ঝুলিতে ২৯ পয়েন্ট।

এ বিভাগের আরো খবর