বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচেও জয় পেল ঢাকা আবাহনী। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বেশিবারের পেশাদার লিগ চ্যাম্পিয়নরা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্সকে ২-০ গোলে হারায় আবাহনী। জয়ের গোল দুটি করেন হাইতিয়ান কারভেন্স বেলফোর্ট ও ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো তোরেস।
লিগের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করে ঢাকা আবাহনী। অন্যদিকে শেখ রাসেলের কাছে ২-১ ব্যবধানে হেরে লিগ শুরু করে ব্রাদার্স ইউনিয়ন।
শিরোপা প্রত্যাশী হেভিয়েট ঢাকা আবাহনী নিজেদের দ্বিতীয় ম্যাচটায় জয় পেয়েছে আধিপত্য বিরাজ করে। এই মৌসুমে দলবদলে টালমাটাল অবস্থা নিয়ে কম বাজেটের দল গড়ে মাঠে নামা ব্রাদার্স ইউনিয়ন বাস্তবতা দেখল আবার।
সবশেষ ফেডারেশন কাপে গ্রুপ পর্ব থেকে করুণ বিদায়ের পর লিগেও বাজেভাবে শুরু করে তারা।
আজকের ম্যাচেও গোল বন্যার কান্নায় ভাসতে হতো ব্রাদার্সকে। তবে, ২-০ ব্যবধানেই আবাহনীর আক্রমণ থামিয়ে রাখতে পারে তারা।
টানা দ্বিতীয় জয়ে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা কিংসের পরেই অবস্থান করছে মারিও লেমসের শিষ্যরা
ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে আবাহনীকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফুটবলার ফ্রান্সিসকো তোরেস। তার সাত মিনিট পরে ব্রাদার্সের সঙ্গে ব্যবধান বাড়ান কারভেন্স বেলফোর্ট। রুবেল মিয়ার ক্রস থেকে ডি-বক্সের ভেতরে থেকে বুদ্ধিদীপ্ত শটে ব্রাদার্সের জালে লক্ষ্যভেদ করেন এই হাইতিয়ান।
এই ২-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। টানা জয়ে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা কিংসের পরেই অবস্থান করছে মারিও লেমসের শিষ্যরা। আর দ্বিতীয় হার দিয়ে টেবিলের ১২তম অবস্থানে ব্রাদার্স ইউনিয়ন।